ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

উইলিয়ামসনের চোট, কিউই শিবিরে দুশ্চিন্তা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৯ জুন ২০২১ , ১২:৪২ পিএম


loading/img

আর মাত্র ৮ দিন বাকি, এরপরই সাউদাম্পটনের রোজ বোলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নামবে ভারত-নিউজিল্যান্ড। ভারত হোটেল কোয়ারেন্টিন আর অনুশীলনে ব্যস্ত হলেও কিউইরা ব্যস্ত ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে।

বিজ্ঞাপন

বলা যায়, ফাইনালের লড়াইয়ে নামার আগে ম্যাচ খেলেই পুরদস্তুর তৈরী হচ্ছে নিউজিল্যান্ড। কিন্তু এতে বিপত্তিও রয়েছে।

লর্ডসে প্রথম টেস্ট খেলার সময় কেইন উইলিয়ামসন চোট পেয়েছিলেন কনুইয়ে। তাই শঙ্কা রয়েছে কিউই অধিনায়কের দ্বিতীয় টেস্ট খেলা নিয়ে।

বিজ্ঞাপন

যদিও এ বিষয়ে নিশ্চিত কিছু জানায়নি দলের চিকিৎসকরা। এ বিষয়ে জানানো হবে বৃহস্পতিবার ম্যাচের আগে। শুধু উইলিয়ামসন নন, চোট রয়েছে কিউই স্পিনার মিচেল স্যান্টনারেরও। তাকে দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে দল ম্যানেজমেন্ট।

তাই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামার আগে দুশ্চিন্তা জেঁকে বসেছে কিউই শিবিরে। দ্বিতীয় টেস্টে উইলিয়ামসন না খেললে বদলি হিসেবে খেলতে পারেন উইল ইয়ং বা রচিন রবীন্দ্র। এক্ষেত্রে অধিনায়ক হিসেবে দেখা যাবে টম ল্যাথামকে।

এতে করে ফাইনালের আগে দলের সব খেলোয়াড়কে দেখে নেয়াও যাবে নিশ্চিতভাবে।

বিজ্ঞাপন

এমআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |