ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

বাবা দিবসে ক্রিকেটারদের শুভেচ্ছা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২০ জুন ২০২১ , ০৩:২৯ পিএম


loading/img
ছবি- মুশফিকুর রহিমের ফেসবুক থেকে নেয়া

জুনের তৃতীয় রোববার বিশ্বের নানা প্রান্তে পালিত হয় বাবা দিবস। বিশেষ দিবসে রোববার (২০ জুন) শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন নিজ নিজ ফেসবুক থেকে পোস্ট দিয়েছেন।

বিজ্ঞাপন

মুশফিক লিখেছেন, ‘মিরপুর, গাবা অথবা লর্ডস, সুপার হিরো বাবা সব সময় আমাকে ও বাংলাদেশকে উৎসাহ দিতে হাজির। তার দোয়া সব সময় আমাকে ভালো খেলতে প্রেরণা যোগায়। ভালোবাসি বাবা। বিশ্বের সব বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা।’

বিজ্ঞাপন

নিজের বাবার ছবি দিয়ে সাইফ উদ্দিনের পোস্টে বলা হয়, ‘আজ বাবা দিবস। সব সময় খুব আফসোস হয় বাবার সাথে একটা ছবি  ও নেই আমার। আমার পক্ষ থেকে সকল বাবাকে সালাম এবং ভালবাসা । প্রত্যেকটা সন্তান যেন তার বাবাকে প্রাপ্য সম্মানের চেয়েও বেশি মর্যাদা দেয় এই কামনাই করি।’ 

বাবা ও সন্তানের ছবি পোস্ট করে তাসকিন আহমেদ দিবসটির জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

বিজ্ঞাপন

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |