ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

টোকিও অলিম্পিক

আর্জেন্টিনাকে হারিয়ে হকির কোয়ার্টার ফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১ , ১২:৪৬ পিএম


loading/img

অলিম্পিকে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে হকিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ভারত। বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে জয় পেয়েছে ৩-১ গোল ব্যবধানে।

বিজ্ঞাপন

প্রথমার্ধের ৪৩ মিনিটে ভারত এগিয়ে যায় বরুণ কুমারের গোলে। ব্যবধান বেশীক্ষণ ধরে রাখতে পারেনি ভারত। পাঁচ মিনিট পরই অবশ্য মাইকো কাসেলার গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা।

এরপর ৫৮ মিনিটে আবারও পেছনে পড়ে গতবারের চ্যাম্পিয়নরা। বিবেক প্রসাদের গোলে ভারত ব্যবধান বাড়ায় ২-১ গোলের।

বিজ্ঞাপন

৫৯ মিনিটে আবারও গোল হজম করতে হয় আর্জেন্টিনাকে। হারমানপ্রিত সিংয়ের গোলে ব্যবধান হয় ৩-১ গোলের। বাকি সময়ে আর গোল না হওয়ায় ৩-১ ব্যবধানেই ম্যাচ জিতে নেয় ইন্ডিয়া।

গ্রুপ পর্বে চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান তৃতীয় স্থানে। চার জয়ে ‘এ’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়া-স্পেন ও ভারত-জাপানের মধ্যকার গ্রুপের শেষ দুই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে কারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন। এছাড়া কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম ও দক্ষিণ আফ্রিকা।

এমআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |