ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

শাস্ত্রী-কোহলি যুগের শেষ ম্যাচে ফিল্ডিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৮ নভেম্বর ২০২১ , ০৭:৩৫ পিএম


loading/img
কোচ রবি শাস্ত্রীর সঙ্গে বিরাট কোহলি

সুপার টুয়েলভের শেষ ম্যাচে নামিবিয়ার মুখোমুখি ভারত। দুবাইয়ে টস জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সেমিফাইনালের সুযোগ হাতছাড়া হওয়ায় নিয়ম রক্ষার ম্যাচ হলেও জয় নিয়েই দেশে ফিরতে চায় দু’দল।

বিজ্ঞাপন

আফগানিস্তানকে হারিয়ে মোহাম্মদ নবিদের সঙ্গে কোহলিদেরও বাড়ির রাস্তা দেখিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। তাই শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে নেই কোনও সমীকরণ। ফেভারিটের তকমা নিয়ে বিশ্বকাপ শুরু করা ভারত এখন সম্মান নিয়ে ফেরার অপেক্ষায়।

অধিনায়ক হিসেবে কোহলির শেষ টি-টোয়েন্টি ম্যাচ। কোচ রবি শাস্ত্রী জামানার ইতিও ঘটবে এ ম্যাচের মাধ্যমে। বিদায় বেলা রাঙাতে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে তেমন কোন ছক কষার প্রয়োজন নেই টিম ইন্ডিয়ার। 

বিজ্ঞাপন

স্কটল্যান্ডকে হারিয়ে সুপার টুয়েলভে একটি জয় পেয়েছে নামিবিয়া। তাই একদম খালি হাতে ফিরতে হবে না এরাসমাস-ডেভিড ভিসেদের। 

প্রথম রাউন্ড থেকে বদলে যাওয়া নামিবিয়াকে দেখেছে ক্রিকেট বিশ্ব। লড়াকু মনোভাবে ক্রিকেট ভক্তদের কাছেও জায়গা করে নিয়েছে ঈগলরা। 

টি-টোয়িন্টিতে আগে কখনও মুখোমুখি হয়নি ভারত-নামিবিয়া। শেষ বেলার পরীক্ষাটা শক্তিশালী ভারতের বিপক্ষে। তবে অনেক কঠিন পথ পাড়ি দিয়ে সবার নজর কাড়া আফ্রিকার দেশটির একটি অঘটনের স্বপ্ন দেখতে দোষ কী? 

বিজ্ঞাপন

নামিবিয়া একাদশ

স্টিফেন বার্ড, মাইকেল ফন লিঙ্গেন, ক্রেইগ উইলিয়ামস, গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), ডেভিড ওয়াইজ, জেজে স্মিথ, নিকোল লফটি-ইটন, জ্যান গ্রিন, জান ফ্রাইলিংক, রোবেন ট্রাম্পেলম্যান, বেরনার্ড স্কলজ।

ভারত একাদশ 

রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ ও রাহুল চাহার।

ওয়াই/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |