ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

সেই ল্যথাম করলেন সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৯ জানুয়ারি ২০২২ , ০৮:১৯ এএম


loading/img

ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে হেরে ব্যাট করছে নিউজিল্যান্ড। বে ওভালের পেস সহায়ক উইকেটে টস জিতে আগে বোলিং করার পরিকল্পনাই ছিল বাংলাদেশের। তবে টাইগারদের পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।

বিজ্ঞাপন

প্রথমেই ফেরানো যেত ল্যাথামকে। এবাদত হোসেনের প্রথম ওভারে এলবিডব্লু হলেও রিভিউতে বেঁচে যান। একই ওভারে আবারও এলবিডব্লু হয়ে বেঁচে যান একইভাবে। ২০ রানের ভেতর দুইবার জীবন পাওয়া সেই ল্যাথাম শেষ পর্যন্ত সেঞ্চুরিই করে ছাড়লেন।
ল্যাথামের সঙ্গী ডেভিড ইয়াং ৫৪ রান সাজঘরে ফিরেন শরিফুল ইসলামের বলে নাঈম শেখের হাতে ক্যাচ দিয়ে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৪৬ ওভারে ১ উইকেটে ১৭৫ রান। ল্যাথাম ১০৯ ও ডেভন কনওয়ে রয়েছেন ২৪ রানে অপরাজিত।
এম/ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |