ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

ব্রাজিল-আর্জেন্টিনার বাতিল ম্যাচটি আবার হবে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২ , ০৫:২৪ পিএম


loading/img

গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে খেলা মাঠে গড়ানোর ৬ মিনিটের মাথায় হঠাৎ করেই থেমে যায় খেলা। করোনাভাইরাস ইস্যুতে অনাকাঙ্ক্ষিতভাবে বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা জয়।

বিজ্ঞাপন

তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার পরিত্যক্ত ম্যাচটি আবার হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। একই সঙ্গে সেই ম্যাচে তথ্য গোপন করে প্রিমিয়ার লিগ থেকে আসা ৪ আর্জেন্টাইন ফুটবলারকে ২ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে সংস্থাটি।

সাও পাওলোতে অনুষ্ঠিত সেই ম্যাচের ৬ মিনিটের মাথায় করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ ভাঙ্গায় আর্জেন্টাইন চার ফুটবলারকে ধরতে মাঠে প্রবেশ করে ব্রাজিলের স্বাস্থ্য অধিদপ্তর আনভিসা। তাদের দাবি ছিল, দেশটিতে ঢোকার সময় তথ্য গোপন করেন আর্জেন্টাইন চার খেলোয়াড় টটেনহ্যাম হটস্পার্সের জিওভানি লো সেলসো, ক্রিস্টিয়ানো রোমেরো এবং অ্যাস্টন ভিলার এমিলিয়ানো বুয়েন্দিয়া ও গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

বিজ্ঞাপন

আর্জেন্টিনা ফুটবল দল ম্যাচ শুরুর তিন দিন আগেই ব্রাজিলে এসেছিল। সে সময় ভিসা ফর্মে ওই চার খেলোয়াড় লিখেছিলেন ভেনেজুয়েলা থেকে ব্রাজিলে ঢুকতে যাচ্ছেন তারা। তথ্যটি আংশিক সত্য হলেও, পুরোটা ছিল না। কারণ, ব্রাজিলে আসার পূর্বে তারা ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ খেলছিলেন। তখনকার করোনাভাইরাসের ব্রাজিলিয়ান নিয়ম অনুযায়ী ব্রিটেন, নর্দার্ন আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত থেকে সরাসরি প্রবেশের অনুমতি ছিল না ব্রাজিলের বাইরের মানুষদের।

এই বিষয়ে ফিফা তাদের বিবৃতিতে বলেছে, ‘বিভিন্ন বাস্তবিক বিষয় তদন্তের প্রেক্ষিতে ফিফার শৃঙ্খলা কমিটি মনে করছে ম্যাচটা পুনরায় খেলা উচিত। ম্যাচের তারিখ এবং কোথায় অনুষ্ঠিত হবে তা ঠিক করবে ফিফা। ফিফার আন্তর্জাতিক ফুটবল প্রটোকল না মানায় জিওভানি লো সেলসো, ক্রিস্টিয়ানো রোমেরো, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও এমিলিয়ানো মার্টিনেজকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হচ্ছে।’

একই সঙ্গে ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকে যথাক্রমে পাঁচ লাখ ও দুই লাখ সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা। আর ম্যাচ স্থগিত পুনরায় আয়োজনের জন্য দুই দেশের ফেডারেশনকে একসঙ্গে ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |