ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

২৪ বছর পর পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

রোববার, ২৭ ফেব্রুয়ারি ২০২২ , ০১:৩৬ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

পাকিস্তানের মাটিতে শেষ ১৯৯৮ সালে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। এরপর দীর্ঘ ২৪ বছর পর আবার দেশটিতে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

বিজ্ঞাপন

আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) ভোরে একটি বিশেষ ফ্লাইটে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে অজিরা। এরপর কড়া নিরাপত্তারয় হোটেলে পৌঁছেন তারা।

সেখানে একদিন আইসোলেশনে থাকতে হবে টিম অস্ট্রেলিয়াকে। এরপর সোমবার থেকেই পুরোদমে অনুশীলন। পাকিস্তানের মাটিতে তিন ফরম্যাটের ক্রিকেটই খেলবে অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

পাকিস্তানের বিপক্ষে অজিরা তিন টেস্ট, তিন ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলবে। প্রথম টেস্ট ৪ মার্চ, রাওয়ালপিন্ডিতে। ১২ মার্চ থেকে করাচিতে দ্বিতীয় টেস্ট এবং লাহোরে তৃতীয় টেস্ট শুরু হবে ২১ মার্চ। সবগুলোই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ২৯ মার্চ, ৩১ মার্চ এবং ২ এপ্রিল। ৫ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে। ওয়ানডে ও টি-টোয়েন্টির সবগুলো ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |