নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ দলের সাবেক স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি দায়িত্ব পেয়েছেন বার্মিংহ্যাম ফিনিক্সের পুরুষ দলের। এতদিন দলটির দায়িত্বে ছিলেন এন্ড্রু ম্যাকডোনাল্ড। বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়া ম্যাকডোনাল্ডকে হেড কোচ ঘোষণার পর ভেট্টরিকে হেড কোচ ঘোষণা করে দলটি ‘দ্য হান্ড্রেড’-এর গতবারের রানার্স-আপরা।
ড্যানিয়েল ভেট্টরি দ্য হান্ড্রেড টুর্নামেন্টের গত আসরে বার্মিংহ্যাম ফিনিক্সের ভারপ্রাপ্ত কোচ ছিলেন। তবে করোনাভাইরাসের কারণে কঠোর কোয়ারেন্টিনের কারণে ম্যাকডোনাল্ড যুক্তরাজ্যে যাননি দলের সঙ্গে যোগ দিতে। তাই ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পান ভেট্টরি।
দায়িত্ব পেয়েই ৪০ বছর বয়সী ভেট্টরি টুর্নামেন্টের প্রথম আসরে দলকে উঠান ফাইনালে। তবে ফাইনালে গিয়ে সাউদার্ন ব্রেভের কাছে হেরে যায় বার্মিংহ্যাম ফিনিক্স।
দায়িত্ব পেয়ে ভেট্টরি বলেছেন, ‘প্রথম আসরে প্রধান কোচ হিসেবে বার্মিংহ্যাম ফিনিক্সের সঙ্গে কাজ করেছি, সময়টাও দারুণ কেটেছিল। এখন স্থায়ীভাবে প্রধান কোচের দায়িত্ব পেয়ে ভালো লাগছে। আশা করি ছেলেদের সঙ্গে আরও একটা দারুণ আসর কাটবে।’
দ্য হান্ড্রেডে ছেলেদের আসন্ন আসর শুরু হবে আগামী ৩ আগস্ট থেকে।