২০২১ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন। তবে চোট মুক্ত হয়ে ইংল্যান্ড সফরকে সামনে রেখে ২০ সদস্যের দলে ফিরেছেন কিউই অধিনায়ক। এই দলে দলে নতুন তিন মুখ অফ স্পিন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল, উইকেটরক্ষক-ব্যাটসম্যান ক্যাম ফ্লেচার ও পেস বোলার ব্লেয়ার টিকনা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ ৩টি অনুষ্ঠিত হবে আগামী জুনে। সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ২ জুন। এদিকে ২০ সদস্যের দল ঘোষণা করা হলেও আইপিএলে অংশ নেয়া খেলোয়াড়দের বাদ দিয়ে প্রথম ম্যাচের আগে ১৫ জনের দলে নামিয়ে আনা হবে।
কেইন উইলিয়ামসনের সঙ্গে দলে ফিরেছেন ভারতের বিপক্ষে ১১৯ রান খরচায় ১০ উইকেট তুলে নেয়া স্পিনার এজাজ প্যাটেল।
দল নিয়ে কিউইদের প্রধান কোচ গ্যারি স্টেড জানান, ‘লর্ডসে প্রথম টেস্টের আগে দলের সবাইকে ফিট রাখাটা প্রধান লক্ষ্য। ২০ জনের দল দেয়া হলেও সেটা প্রথম ম্যাচের আগে ১৫ জনে নামিয়ে আনব। আমরা চেষ্টা করছি লাল ও সাদা বলের ক্রিকেটের ব্যস্ততায় ক্রিকেটাররা যাতে যথার্থ যত্ন পান।’
নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), উইল ইয়াং, টম ল্যাথাম, হামিশ রাদারফোর্ড, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, মাইকেল ব্রেসওয়েল, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, রাচিন রবীন্দ্র, ক্যাম ফ্লেচার, কাইল জেমিসন, ম্যাট হেনরি, টিম সাউদি, নিল ওয়াগনার, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার, জ্যাকব ডাফি, ট্রেন্ট বোল্ট।