ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

তিন ফরম্যাটেই পাকিস্তানের অধিনায়ক সরফরাজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ০৫ জুলাই ২০১৭ , ০৫:০৯ পিএম


loading/img

তিন ফরম্যাটেই পাকিস্তান দলের অধিনায়কের দায়িত্ব পেলেন সরফরাজ আহমেদ। আগে থেকে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে অধিনায়কত্ব করে আসা এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান এবার টেস্ট দলকেও নেতৃত্ব দেবেন। এর মধ্য দিয়ে পাঁচ বছর পর ফের এক অধিনায়কত্বে ফিরে গেলো পাকিস্তান।

বিজ্ঞাপন

৩০ বছরের সরফরাজের প্রথম পরীক্ষা আসছে অক্টোবরে হোম সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে। তিন টেস্ট, পাঁচ ওয়ানডে ও দু’টি-টোয়েন্টিতে আরব আমিরাতে লঙ্কানদের মুখোমুখি হবে পাকিস্তান।

পাকিস্তানের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৩২তম অধিনায়ক হলেন সরফরাজ আহমেদ। ক’দিন আগেই তার নেতৃত্বে প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে পাকিস্তান।

বিজ্ঞাপন

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে আজহার আলি অধিনায়কত্ব ছাড়লে ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পান সরফরাজ। তবে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ওই ফরম্যাটে দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি। এখন পর্যন্ত পাকিস্তান টেস্ট ক্রিকেটে ২৫ বছরের বেশি বয়সী অধিনায়ক পেয়েছে মাত্র ৫ জন। সেই তালিকায় তিনি রয়েছেন ৬ নম্বরে।

এ সরফরাজের নেতৃত্বেই ২০০৬ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপও জেতে পাকিস্তান।

এদিকে, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতায় পাকিস্তান দলকে সংবর্ধনা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত এ অনুষ্ঠান পরিণত হয় সাবেক ও বর্তমান খেলোয়াড় ও সংগঠকদের মিলন মেলায়।

বিজ্ঞাপন

এ সময় সরফরাজ-হাফিজদের হাতে পূর্ব ঘোষিত এক কোটি রূপি করে অর্থ পুরস্কার তুলে দেন নওয়াজ শরীফ।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |