বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ টেস্ট ম্যাচ খেলে পাকিস্তান। এরপর দীর্ঘ চার মাসের লম্বা বিরতি। তবে করোনা মহামারির এই সময়েও প্রস্তুতি নিয়েছিল ইংল্যান্ড সফরের জন্য। দলে থাকা বেশ কয়েকজন সদস্যও করোনার সঙ্গে লড়াই করে যোগ দেন দলে। অবশেষে বুধবার, ৫ আগস্ট থেকে ম্যানচেস্টারে শুরু হবে প্রথম টেস্ট।
এই টেস্ট ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই দলে জায়গা হয়েছে গত বিশ্বকাপের পর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া ও অধিনায়কত্ব হারানো সরফরাজ আহমেদ।
সরফরাজের জায়গা হলেও অবসর থেকে ফেরা ওয়াহাব রিয়াজের জায়গা হয়নি দলে।
এদিকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩টি টেস্ট খেলে ইংল্যান্ড। ক্যারিবীয়রা প্রথম টেস্টে জিতলেও পরের দুই টেস্ট জিতে সিরিজ জিতে নেয় স্বাগতিক ইংলিশরা।
--------------------------------------------------------------
আরও পড়ুন: বিপিএলে পারিশ্রমিক না পাওয়া বিচ্ছিন্ন ঘটনা: বিসিবি
--------------------------------------------------------------
পাকিস্তান টেস্ট দল: আজহার আলী (অধিনায়ক), বাবর আজম (সহ-অধিনায়ক), আবিদ আলী, আসাদ শফিক, ফাওয়াদ আলম, ইমাম উল হক, কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাদাব খান, শাহীন আফ্রিদি, শান মাকসুদ, সোহেল খান এবং ইয়াসির শাহ।
এমআর/জিএ