ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

নিজের গাড়ি হারিয়ে এবার ক্ষতিপূরণও দিচ্ছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ , ০৫:৫৮ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলের বিরতিতে পরিবারকে নিয়ে অবসরযাপন করছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। পরিবারকে নিয়ে স্পেনের মায়োর্কাতে ছুটির আমেজে ছিলেন এই তারকা ফুটবলার। এর মধ্যে খবর আসে রোনালদোর ১৭ কোটি টাকার বুগাত্তি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে।

বিজ্ঞাপন

মায়োর্কাতে রোনালদো যেখানে ছুটি কাটাচ্ছিলেন সেখানেই ঘটে এমন দুর্ঘটনা। তবে সেসময় রোনালদো উপস্থিত ছিল না সেখানে। তার এক বডিগার্ড বুগাত্তিটি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে মায়োর্কাতে অবস্থিত একটি বাড়ির দেয়ালে আঘাত হানে। ১৭ কোটি টাকা দামের নিজের গাড়িটি দুর্ঘটনার কবলে পতিত হলেও এমন অবস্থায়ও রোনালদো ক্ষতিগ্রস্ত বাড়ির মালিককে ক্ষতিপূরণ দেবেন বলে জানা গেছে।

ইংলিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, সা কোমা প্রপার্টির সেই বাড়ির মালিক দুর্ঘটনার পর রোনালদোর সঙ্গে দেখা করতে যান। সেখানে রোনালদো ক্ষতিগ্রস্ত বাড়ির মালিককে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করেন। তবে কী পরিমাণ অর্থ ক্ষতিপূরণ দিতে চেয়েছেন সেটি প্রকাশ করেনি দুই পক্ষের কেউই।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |