লম্বা সময় ধরে ছন্দহীন ব্যাটিং করছেন বিরাট কোহলি। প্রায় আড়াই বছরের বেশি সময় ধরে সেঞ্চুরি নেই এই ভারতীয় তারকার ব্যাটে। স্বীকৃত ক্রিকেটে শত ইনিংস পার করে ফেলেছিলেন শতক ছাড়া। আন্তর্জাতিক ক্রিকেটেও সংখ্যাটা ৭৫ ছুঁয়েছে।
ফর্মে ফেরার সম্ভব সব চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোহলি। এজবাস্টন টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে ফিফটি পেয়ে ফর্মে ফেরার আভাসও দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। কিন্তু শেষপর্যন্ত এজবাস্টন টেস্টে করতে পারেন মোটে ১১ ও ১০ রান।
কোহলির এমন হতাশাজনক সময় কাটিয়ে উঠতে ক্রিকেট থেকে এই ভারতীয় ক্রিকেটারকে তিন মাসের বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার এবং বর্তমান ধারাভাষ্যকার মাইকেল ভন।
এই ইংরেজ ধারাভাষ্যকার মনে করছেন, তিন মাস ক্রিকেট থেকে বিরতি নিলে এটা তাকে মানসিকভাবে সাহায্য করবে। সাবেক ইংলিশ অধিনায়ক ভনের ভাষ্যে,
‘বিরাটকে নিয়ে আমি ভাবি। আমি জানি আইপিএল শেষে সে বিশ্রাম পেয়েছিল। কিন্তু তাকে দেখে মনে হচ্ছে তার লম্বা ছুটি প্রয়োজন। তিন মাস ক্রিকেট থেকে দূরে থাকতে হবে তাকে। যাও, সমুদ্র সৈকতে কিছুক্ষণ বসে থাকো।
যাও। তোমার পরিবারের সঙ্গে সময় কাটাও যতটা পারো। তিন মাসের বিশ্রাম, এটা কি তার ওপর খারাপ প্রভাব ফেলবে? না। এটা কি তাকে সাহায্য করবে? হ্যাঁ।’