ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

সূর্যকুমারের শতক সত্ত্বেও ইংল্যান্ডের জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১১ জুলাই ২০২২ , ১২:০৩ এএম


loading/img
ছবি- ক্রিকইনফো

নটিংহ্যাম্পশায়ারের ছোট মাঠে ছয়-চারের ফুলঝুড়ি ছুটিয়েছে দুই দলই। তবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের নিয়মরক্ষার শেষ ম্যাচে বিজয়ের হাসি ইংল্যান্ডেরই। ১৭ রানের জয়ে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে জস বাটলার বাহিনী।

বিজ্ঞাপন

সিরিজের নিষ্প্রাণ শেষ ম্যাচে প্রাণ ফিরিয়েছে ব্যাটসম্যানরা। ইংল্যান্ড আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তুলেছে ৭ উইকেটে ২১৫ রান। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে সূর্যকুমার যাদবের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতকে দারুণ জবাব দিচ্ছিল ভারত। তবে শেষ পর্যন্ত ১৭ রান দূরে ৯ উইকেটে ১৯৮ রানে থামে রোহিত শর্মার দল।

এই হারের কারণে রিকি পন্টিংয়ের অধিনায়ক হিসেবে টানা ২০ জয়ের রেকর্ড স্পর্শ করতে পারলেন না রোহিত। থামতে হলো ১৯ টানা আন্তর্জাতিক জয় নিয়েই।

বিজ্ঞাপন

ম্যাচে আগে ব্যাট করে ডেভিড মালানের ৩৯ বলে ৬ চার ও ৫ ছয়ে ৭৭ রান এবং লিয়াম লিভিংস্টোনের ২৯ বলে ৪ ছয়ে ৪২ রানে বড় স্কোর পায় ইংলিশরা। এছাড়াও জেসন রয় ২৬, জস বাটলার ১৮ ও হ্যারি ব্রুক ১৯ রান করেন।

লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত উইকেট হারাতেই থাকে ভারত। অফ ফর্মে থাকা বিরাট কোহলি এই ম্যাচেও করতে পারেন মাত্র ১১ রান। একপ্রান্তে উইকেট হারাতে থাকলেও চারে নামা সূর্যকুমার অপরপ্রান্তের বাউন্ডারির ঝড় বইয়ে দেন।

৫৫ বলে ১৪ চার ও ৬ ছয়ে ১১৭ রান করে ম্যাচে রাখেন ভারতকে। তবে কেউই যোগ্য সঙ্গ দিতে না পারায় দলীয় ১৯১ রানে সূর্যকুমারের বিদায়ে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে দলটি। ম্যাচে সূর্যকুমারের ১১৭ রানের পর  দ্বিতীয় সর্বোচ্চ মাত্র ২৮ রান, তাও আসে শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |