কমিটি অব অ্যাডিমিনিস্ট্রেটরের (সিওএ) চাপে শেষ পর্যন্ত কোচের নাম ঘোষণা করতে বাধ্য হলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। টিম ইন্ডিয়ার নতুন কোচ হয়েছেন সাবেক অলরাউন্ডার ও অধিনায়ক রবি শাস্ত্রী। বিরাট কোহলির পছন্দের কথা মাথায় রেখে তাকে দু’বছরের জন্য নিয়োগ দিয়েছে বোর্ড। সেই হিসাবে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্ব পালন করবেন তিনি। তাই শেষ পর্যন্ত বলা-ই যায়, জয় হলো কোহলি-শাস্ত্রী জুটির।
গেলো বছরও ভারতের কোচ হওয়ার দৌড়ে ছিলেন রবি শাস্ত্রী। তবে সেই বছর তাকে অগ্রাহ্য করে অনিল কুম্বলেকে কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিসিআই। এবার সেই কুম্বলেকে সরিয়ে ভারতীয় দলের দায়িত্ব তুলে দেয়া হলো শাস্ত্রীর হাতে।
এবার কোচ হওয়ার প্রতিদ্বন্দ্বীতায় ছিলেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ, আইপিএল ফ্রাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ ও শ্রীলঙ্কার সাবেক কোচ টম মুডি, বর্তমান আফগানিস্তান কোচ লালচাঁন রাজপুত, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরিচালক ও পাকিস্তান-বাংলাদেশের সাবেক কোচ রিচার্ড পাইবাসসহ অনেক রথি-মহারথি। তাদের বাদ দিয়ে রবিকেই বেছে নিলো বিসিসিআই।
অবশ্য আগে থেকেই শোনা যাচ্ছিল, ভারতের নতুন কোচ হচ্ছেন রবি শাস্ত্রী। নানা কারণেই তাকে এগিয়ে রাখছিলেন ক্রিকেট বোদ্ধারা। এ দলে ছিলেন খোদ ভারতীয় কিংবদন্তি সুনিল গাভাস্কার। বিরাট কোহলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও এগিয়ে রাখছিল শাস্ত্রীকে।
তবে সাক্ষাৎকারের পর সোমবার সংবাদ সম্মেলন করে বিসিসিআই’র ক্রিকেট উপদেষ্টা কমিটির (সিএসি) পক্ষ থেকে সৌরভ গাঙ্গুলি জানান, তাড়াহুড়ো করে কোচ নিয়োগ দেয়া হচ্ছে না। সামনে ২০১৯ বিশ্বকাপ। এর প্রস্তুতি শুরু হবে আসছে বছর থেকেই। একজন কোচ দিয়েই যেনো বিশ্বকাপ খেলা যায়-তা মাথায় রাখতে হচ্ছে। এছাড়া দেশে নেই বিরাট কোহলি। তারও মতামত নেয়া দরকার।
কিন্তু সিওএ মঙ্গলবার সেই পরিকল্পনায় জল ঢেলে নির্দেশ দেয়, এদিনই ঘোষণা করতে হবে কোচের নাম। এর কয়েক ঘণ্টার মধ্যেই রবি শাস্ত্রীর নাম ঘোষণা করলো ভারতীয় বোর্ড।
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বনিবনা না হওয়ায় চ্যাম্পিয়নস ট্রফি শেষেই কোচের পদ থেকে সরে দাঁড়ান অনিল কুম্বলে। এ কিংবদন্তির সরে দাঁড়ানোর পরই অবশ্য ক্রিকেট উপদেষ্টা কমিটি জানিয়ে দেয় এক বছরের জন্য কোনো কোচ নিয়োগ দেয়া হবে না। এর মেয়াদ হবে দু’বছর।
২০১৪ সালে রবি শাস্ত্রীর হাত ধরেই ভারতীয় ক্রিকেটের পালাবদল শুরু হয়। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় সিরিজ হারের পর সেবার দু’বছর মেয়াদে ভারতের কোচিং ডিরেক্টর হন তিনি। এরপর বদলে যায় টিম ইন্ডিয়া। তার অধীনে শ্রীলঙ্কার মাটিতে ২২ বছর পর টেস্ট সিরিজ জেতে ভারত। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজও জেতে কোহলিরা। ২০১৬ সালে এশিয়া কাপ জয়ও তার হাত ধরে পায় ভারত।
ডিএইচ