ওয়ানডে ফরম্যাট বাদ দিতে যেন উঠে পড়ে লেগেছে একপক্ষ। তবে ওয়ানডে ফরম্যাট রক্ষার পক্ষের লোকজনও নেহায়েত কম না। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম যেমনটা বলেছিলেন, আন্তর্জাতিক সূচি থেকে ওয়ানডে ক্রিকেটকে বাদ দেওয়া হোক।
ওয়াসিম আকরামের সঙ্গে অস্ট্রেলিয়ান ব্যাটার খাজা জিয়াও মত দেন ওয়ানডে ফরম্যাট বাতিলের বিষয়ে। তিনি বলেছিলেন, ওয়ানডে ফরম্যাট ধীরে ধীরে মরে যাচ্ছে। যা উসকে দেয় ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস ওয়ানডে থেকে অবসর নেওয়ায়।
এমন অবস্থায় সাবেক-বর্তমান ক্রিকেটাররা বেশ কিছু প্রস্তাবনাও দিয়েছেন ওয়ানডে ক্রিকেট বাঁচিয়ে রাখার পক্ষে। ওয়ানডে ফরম্যাটকে আরও বিনোদনমূলক করে তুলতে ওভার কমিয়ে আনার পক্ষে মত দিয়ে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি বলেন, ‘ওয়ানডে ক্রিকেট এখন আগের মতো নেই। এর থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। এই ফরম্যাটকে বিনোদনমূলক করতে ৫০ ওভার থেকে ৪০ ওভারে কমিয়ে আনার পরামর্শ দিচ্ছি।’
কদিন আগে ভারতের সাবেক তারকা খেলোয়াড় রবী শাস্ত্রী বলেছিলেন ওয়ানডে বিশ্বকাপ রেখে দ্বিপাক্ষিক সিরিজ কমিয়ে দেওয়ার। তবে এবার তিনিও আফ্রিদির সঙ্গে একমত পোষণ করে জানিয়েছেন ওভার কমিয়ে দিয়ে ওয়ানডে ফরম্যাট বাঁচিয়ে রাখার।
‘ওয়ানডের ফরম্যাটের ওভার কমিয়ে আনার মধ্যে কোনো ক্ষতি দেখছি না। ওয়ানডে ক্রিকেটের শুরুর সময় ছিল ৬০ ওভারের ম্যাচ। ১৯৮৩ সালে বিশ্বকাপ জিতেছিলাম ৬০ ওভারের ম্যাচ খেলে। এরপর মনে হলো ৬০ ওভার অনেক বেশি, তাই কমিয়ে করা হয় ৫০ ওভারে। সেভাবেই চলে আসলো অনেক দিন। তবে এবার সেটি কমিয়ে আনার সিদ্ধান্ত হতেই পারে। এই ফরম্যাটকে বাঁচাতে ৪০ ওভারে কমিয়ে আনলে সেটিই করা হোক।’