ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

‘মিনি আইপিএল’ খেলবেন বাটলার, মঈন-হোল্ডাররা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৯ জুলাই ২০২২ , ০৭:৫৭ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিয়ে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। আইপিএলের ছয়টি ফ্র্যাঞ্চাইজি নতুন এই টুর্নামেন্টে দল কিনেছে। যা অনেকের কাছে ‘মিনি আইপিএল’ নামে খ্যাত।

বিজ্ঞাপন

প্রোটিয়াদের এই টুর্নামেন্টের সময়সূচি নির্ধারণ করলেও যা নিশ্চিত নয়। তবে তার আগে তারকা ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করে ফেলেছে দক্ষিণ আফ্রিকার এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ইতোমধ্যে ইংল্যান্ডের তিনজন এবং ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডারদের নিশ্চিত করে ফেলেছে আয়োজক কর্তৃপক্ষ।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ইতোমধ্যে ইংল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক জস বাটলার, লিয়াম লিভিংস্টোন এবং মঈন আলীর সঙ্গে চুক্তি নিশ্চিত করা হয়েছে। এ ছাড়াও উইন্ডিজের তারকা অলরাউন্ডার জেসন হোল্ডারকেও নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছে সামনের বছরের ১১ জানুয়ারি থেকে প্রথমবারের মতো মাঠে গড়াবে মিনি আইপিএল খ্যাত এই টুর্নামেন্ট। যা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। তবে এটি এখনও নিশ্চিত নয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |