ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

‘বিভিন্ন ফরম্যাট থেকে অবসর নেবে আরও অনেক ক্রিকেটার’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৭ আগস্ট ২০২২ , ০৮:১১ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী মনে করছেন, আসছে ভবিষ্যতে ব্যস্ত সূচির কারণে আরও অনেক ক্রিকেটার বিভিন্ন ফরম্যাট থেকে অবসর নিতে যাচ্ছে।

বিজ্ঞাপন

গত জুলাই মাসে আচমকা ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিয়ে বসেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস। স্টোকসের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকে। তবে ইংলিশ জাতীয় দলের তিন ফরম্যাটের ক্রিকেটে ব্যস্ত সূচির জন্য এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন স্টোকস।

এদিকে বিশ্রাম নেওয়ার লক্ষ্যে চলতি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হানড্রেডে’ খেলছেন না মঈনের আরেক সতীর্থ জনি বেয়ারস্টো। ক্রিকেটারদের এমন বিশ্রাম নেওয়াতে অবাক নন মঈন। বরং ধারণা করছেন, আসছে সময়ে আরও অনেক ক্রিকেটার বিভিন্ন ফরম্যাট থেকে শিগগিরই অবসরের মতো সিদ্ধান্ত নেবেন।

বিজ্ঞাপন

গত বছর টেস্ট ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেওয়া মঈন বিবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘সময়টা এখন বড্ড নড়বড়ে হয়ে গেছে ক্রিকেটারদের জন্য। কিছু একটা করা উচিত কারণ আমার ভয় হচ্ছে যে ওয়ানডে ক্রিকেট দর্শকদের জন্য বোরিং হয়ে উঠছে। এটাকে তাই গুরুত্ব দেওয়া কমে গেছে।

আসলে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটেই খেলা এখন বেড়ে গেছে। এছাড়াও সামনে অনেক আন্তর্জাতিক টুর্নামেন্টও রয়েছে। আমার ভয় হচ্ছে অনেক ক্রিকেটার এখন অবসরের সিদ্ধান্ত নেবে। আমার তো মনে হয়, শিগগিরই ক্রিকেটারদের অবসর নিতে দেখবো আমরা এই অতিরিক্ত ব্যস্ত সূচির কারণে।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |