চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করল ইংল্যান্ড, ফিরেছেন জো রুট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২২ ডিসেম্বর ২০২৪ , ০৬:৫২ পিএম


চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করল ইংল্যান্ড, ফিরেছেন জো রুট
ছবি- ইএসপিএন

ভেন্যু জটিলতায় আটকে ছিল চ্যাম্পিয়নস ট্রফির খেলা। শেষতক এই ঝামেলাও মিটেছে। দুই দলের চাওয়া-পাওয়া অনুযায়ী হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। তবে এখনও সূচি প্রকাশ করেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বিজ্ঞাপন

২০২৫ এর ১৯ ফেব্রুয়ারিতে টুর্নামেন্টের পর্দা উঠবে। আইসিসির এখনও ২ মাসের মতো সময় রয়েছে সূচি প্রকাশের। তবে সূচির অপেক্ষায় না থেকে নিজেদের দল ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড।

প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েল্স। তাতে চমক হিসেবে দলে ফিরেছেন জো রুট। দীর্ঘ এক বছর পর ওয়ানডে দলে ফিরেছেন তিনি। সর্বশেষ ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন তিনি।

বিজ্ঞাপন

গ্রুপ পর্বের ম্যাচে ৩০.৬৬ গড়ে ২৭৬ রান করেন অভিজ্ঞ ব্যাটার। ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচের পর আর ওয়ানডে দলে সুযোগ পাননি।

বড় টুর্নামেন্টে অভিজ্ঞ খেলোয়াড়দের প্রয়োজনকে মাথায় রেখেই সীমিত ওভারেরও কোচের দায়িত্ব নেওয়া ব্রেন্ডন ম্যাককালাম তাকে দলে ভিড়িয়েছেন। এছাড়াও টেস্ট সংস্করণে সোনায় মোড়ানো এক বছর পার করেছেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক। এ বছর লঙ্গার ভার্সনে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারই পেয়েছেন রুট। ৬ সেঞ্চুরিতে ৫৫.৫৭ গড়ে করেছেন ১৫৫৬ রান। যার স্বীকৃতি হিসেবে টেস্টের এক নম্বর ব্যাটার হিসেবে বছরও শেষ করছেন তিনি। 

রুট ফিরলেও বেন স্টোকসকে দলে রাখেননি ম্যাককালাম। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ হ্যামিল্টন টেস্টে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান স্টোকস। আবার পারফরম্যান্সের বিচারে অন্যদের থেকে পিছিয়ে থাকায় দলে জায়গা হয়নি স্যাম কারান, রিস টপলি, ম্যাথু পটস ও উইল জ্যাকসের মতো ক্রিকেটারদের।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু করার আগে ভারতের বিপক্ষে তাদের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। সফরের স্কোয়াডও একই থাকবে। তাই প্রতিপক্ষ ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি দলও ঘোষণা করেছে ইংল্যান্ড। দুই সংস্করণেই দলকে নেতৃত্ব দেবেন যথারীতি জস বাটলার। আর  টি-টোয়েন্টি দিয়ে তাদের সফর শুরু হবে আগামী ২২ জানুয়ারি।

বিজ্ঞাপন

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড

জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মেহমুদ, ফিল সল্ট, মার্ক উড।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড

জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মেহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission