ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

আফজালুর রহমান সিনহার চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৮ আগস্ট ২০২২ , ০৪:৫৭ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

‘জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত’ ক্রীড়া সংগঠক আফজালুর রহমান সিনহার চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ (৮ আগস্ট)। ২০১৮ সালের আজকের এই দিনে ৬৮ বছরে বয়সে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের অন্যতম এই ক্রীড়া সংগঠক।

বিজ্ঞাপন

১৯৫০ সালে মুন্সীগঞ্জের কলমায় জন্মগ্রহণ করেন আফজালুর রহমান সিনহা। পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধ করেছিলেন তিনি। স্বাধীনতা সংগ্রামে ছিলেন অগ্রণী সৈনিক।

দেশের এই ক্রীড়া সংগঠক লম্বা সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিলর এবং আবাহনী ক্লাবের হকি কমিটির চেয়ারম্যান ছিলেন। ঢাকার ক্লাব ক্রিকেটের এক সময়ের অন্যতম প্রতিষ্ঠিত শক্তিশালী সূর্যতরুণ ক্লাবেরও ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিলেন আফজালুর রহমান সিনহা।

বিজ্ঞাপন

ক্রিকেটের বাইরে ঢাকা ক্লাবের সভাপতি ও একমি ল্যাবরেটরিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। এই ক্রীড়া সংগঠকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবার ঢাকায় ও গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে দোয়া মাহফিল ও দুস্থ, অসহায়দের মাঝে খাবার বিতরণের আয়োজন করে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |