ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

গলফ খেলতে গিয়ে বিশ্বকাপ শেষ বেয়রেষ্ট্রর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০২ সেপ্টেম্বর ২০২২ , ১১:৫৬ পিএম


loading/img

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শুক্রবার দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। যে দলের নেতৃত্বে ছিলেন জনি বেয়রেষ্ট্র।

বিজ্ঞাপন

কিন্তু খানিকক্ষণ পরে আরেকটি বার্তায় ইসিবি জানায়, দল থেকে ছিটকে পড়েছেন বেয়রেষ্ট্রো। এমন কি চলতি গ্রীষ্ম মৌসুমেও আর মাঠে নামা হবে না এই ইংলিশ ব্যাটারের।

কেন ছিটকে পড়লেন বেয়রেষ্ট্রো? ইংলিশ গণমাধ্যমে জানানো হয়েছে, শুক্রবার লিডসে গলফ খেলতে গিয়ে তিনি পায়ে চোট পান ইংলিশ অধিনায়ক। যে কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টের দল থেকেও বাদ পড়েছেন তিনি।

বিজ্ঞাপন

বেয়রেষ্ট্রর পরিবর্তে ইংল্যান্ড দলে জায়গা হয়েছে ব্যাটার বেন ডাকেটের। তবে বিশ্বকাপ দলে বেয়রেষ্ট্রর বদলে কে ঢুকবেন সেটি এখনও জানায়নি দেশটির ক্রিকেট বোর্ড। এদিকে শুক্রবার পাকিস্তান সিরিজের জন্যও দল ঘোষণা করে ইসিবি। এই সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন জস বাটলার। পাকিস্তান সফরে দলের সহ অধিনায়ক থাকবেন মঈন আলি।

বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ইংল্যান্ড দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়রেষ্ট্র, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, দাউইদ মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিসি টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

উল্লেখ্য, মূল দলের সঙ্গে তিন জন অতিরিক্ত খেলোয়াড়ক লিয়াম ডাওসন, রিচার্ড গ্লিসন, টাইমাল মিলসকে পাঠানো হবে অষ্ট্রেলিয়াতে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |