ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

আফগানিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৭ অক্টোবর ২০২২ , ০১:৫৬ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশের যাত্রা আগামী ২৪ অক্টোবর।  এর আগে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যার প্রথমটিতে আফগানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে টসে হেরে গেছে সাকিব আল হাসানের দল। ফলে প্রথমে ফিল্ডিং করবে টাইগাররা।

বিজ্ঞাপন

সোমবার (১৭ অক্টোবর)  ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।

আফগানদের বিপক্ষে আজকের ম্যাচে জয় পেলে অনেকটাই স্বস্তি মিলবে সাকিব আল হাসানের দলের। আর আরেকটি হার বাংলাদেশের আত্মবিশ্বাসকে টলিয়ে দিতে পারে বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টিতে কঠিন প্রতিপক্ষ আফগানিস্তানের বিপক্ষে মোট আট দেখায় বাংলাদেশের জয় মাত্র ৩টি, যেখানে হারের পাল্লাই ভারী (৫টি)। আর নিরপেক্ষ ভেন্যুতে তো আফগানরা তিন ম্যাচ খেলে তিনটিতেই হারিয়েছে টাইগারদের।

বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান, আফিফ হোসেন, এবাদত হোসেন, হাসান মাহমুদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইয়াসির আলী চৌধুরী।

আফগানিস্তানের স্কোয়াড : মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, আজমাতুল্লাহ ওমরজাই, দরবেশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকী, হজরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মুজিব উর রহমান, নাভিন উল হক, কায়েস আহমেদ, রশিদ খান, সেলিম সাফি ও উসমান গনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |