ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

বিশ্বকাপের আগে বিরাট দুঃসংবাদ পাকিস্তান শিবিরে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২১ অক্টোবর ২০২২ , ১২:২৩ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আগামী রোববার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। তবে এই ম্যাচের ঠিক আগের দিন পাকিস্তান শিবিরে এলো বড় দুঃসংবাদ। দলটির বাঁহাতি ব্যাটার শান মাসুদ অনুশীলনে মাথায় আঘাত পেয়েছেন। যার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (২১ অক্টোবর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) নেট সেশনে ব্যাটিং অনুশীলন করছিলেন মাসুদ। আরেক প্রান্তে দলের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজও ব্যাটিং অনুশীলন করছিলেন। এক পর্যায়ে নওয়াজের নেওয়া একটি শট মাসুদের মাথায় আঘাত হানে।

পরে মাঠেই বেশ কিছুক্ষণ ধরে প্রাথমিক সেবা নিতে দেখা যায় মাসুদকে। মূলত মাথার ডানে পাশে আঘাত পান টপ অর্ডার এই ব্যাটার। পরবর্তীতে সিটি স্কানের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। যদিও স্ক্যানের রিপোর্ট সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোট খুব একটা গুরুতর নয় ৩২ বছর বয়সী এই ব্যাটারের। 

বিজ্ঞাপন

পাকিস্তানের হয়ে ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাসুদ। যেখানে দুই অর্ধশতক ও ১২৫ স্ট্রাইক রেটে ২২০ রান করেছেন তিনি। তার আগে ইংল্যান্ডে কাউন্ট্রিতে বেশ ভালো পারফর্ম করে আলোচনায় আসেন এই বাঁহাতি ব্যাটার।

বিশ্বকাপের পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, ইফতিখার আহমেদ, আসিফ আলী, হায়দার আলী, মোহাম্মদ হাসনাইন, শান মাসুদ, মোহাম্মদ নেওয়াজ, ফখর জামান, হারিস রউফ, মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |