ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

সূর্যের ঝড়ে উড়ে গেল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২০ নভেম্বর ২০২২ , ০৫:২৪ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

‘ইট-স্লিপ-ওয়ার্ক অ্যান্ড রিপিট’ এই চলমান বাক্যটির ক্ষেত্রে কেবল একটি শব্দ বদলিয়ে টিটোয়েন্টি ক্রিকেট খেলছেন সূর্যকুমার যাদব। এই ফরম্যাটের ক্রিকেটে মাঠে নামলেই সূর্যের রুটিন হয়ে দাঁড়ায় ‘ইট-স্লিপ-ঝড়ো ইনিংস অ্যান্ড রিপিট।’ 

বিজ্ঞাপন

সদ্য শেষ হওয়া টিটোয়েন্টি বিশ্বকাপেও ব্যাট হাতে ঝড় তুলেছেন। টুর্নামেন্ট শেষ কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাঠে নামতেই আবারও ঝড় তুলেছেন এই নাম্বার ওয়ান ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই ঝড়ো শতক হাঁকিয়েছেন সূর্য।

আর তাতেই ঘরের মাঠে ভারতের বিপক্ষে ৬৫ রানের বড় ব্যবধানে হেরে গেছে নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়েতে এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে সূর্যের সেঞ্চুরিতে ৬ উইকেটে ১৯১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত। সূর্য মাত্র ৫১ বলে ১১টি চার ও সাতটি ছয়ে ১১১ রান করে অপরাজিত থাকেন। এ ছাড়া ভারতের পক্ষে ওপেনার ইশান কিষাণ করেন ৩১ বলে ৩৬ রান।

বিজ্ঞাপন

লক্ষ্য তাড়া করতে নেমে কোনও পর্যায়ে ম্যাচে ছিল না ব্ল্যাক ক্যাপসরা। ৭ বল বাকি থাকতেই ১২৬ রানে অলআউট হয়ে যায় কেন উইলিয়ামসনের দল। যেখানে সর্বোচ্চ ৬১ রান আসে উইলিয়ামসনের ব্যাট থেকে। এ ছাড়া বাকিরা ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। ভারতের পক্ষে দীপক হুদা ১০ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |