ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

প্রথম ম্যাচে ওয়াকার-ম্যাডিসনকে পাচ্ছে না ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২১ নভেম্বর ২০২২ , ১১:৪৫ এএম


loading/img

কাতার বিশ্বকাপে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে এশিয়ার অন্যতম পরাশক্তি ইরানের বিপক্ষে মাঠে নামবে সাবেক বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।

বিজ্ঞাপন

এ ম্যাচে দলের অন্যতম ভরসা ডিফেন্ডার কাইল ওয়াকার এবং মিডফিল্ডার জেমস ম্যাডিসনকে ছাড়াই মাঠে নামতে হবে ইংল্যান্ড দলকে। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এ ম্যাচে মাঠে নামছেন না এই দুই ফুটবলার।

প্রথমবারের মতো বিশ্বকাপে ডাক পাওয়া ম্যাডিসন, গেল সপ্তাহে লেস্টার সিটির হয়ে খেলার সময় হাঁটুতে চোট পান। কাতারে আসলেও দলের সঙ্গে অনুশীলন করেননি তিনি। আর কুঁচকির অস্ত্রোপচারের পর ফিটনেস নিয়ে কাজ করছেন ওয়াকার। 

বিজ্ঞাপন

ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট বিবিসি রেডিও ৫ লাইভে বিষয়টি নিশ্চিত করেন।

আলাপচারিতায় তিনি বলেন, ম্যাচ খেলতে যতটা ফিটনেস দরকার, কাইল ওয়াকার তা থেকে একটু দূরে আছে। তবে সে ভালোভাবে সেরে উঠছে। আর কাতার এসে ম্যাডিসন অনুশীলন করতে পারেননি, তাই প্রথম ম্যাচটি খেলতে পারবে না সে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |