মাঠ ও মাঠের বাইরে বাড়তি কাজের চাপ কমাতে নিউজিল্যান্ডের টেস্ট ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন। তবে কিউইদের অন্যতম সফল এই অধিনায়ক ওয়ানডে এবং টি-টোয়েন্টির নেতৃত্বে থাকছেন।
বিজ্ঞাপন
পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন টিম সাউদি। আর লাল বলে সহঅধিনায়কের দায়িত্বে টম ল্যাথাম।
উইলিয়ামসন জানিয়েছেন, নিউজিল্যান্ডকে টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দেওয়াটা বিশেষ সম্মানের। অধিনায়কত্ব মানেই মাঠ ও মাঠের বাইরে বাড়তি কাজের চাপ। তাই এই পর্যায়ে এসে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। অনুভব করেছি, সাদা বলে অধিনায়কত্ব করাটাই এখন আমার জন্য ঠিকঠাক হবে।