ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

চাপ কমাতে টেস্ট নেতৃত্ব ছাড়লেন উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ , ১০:২১ এএম


loading/img
ছবি- সংগৃহীত

মাঠ ও মাঠের বাইরে বাড়তি কাজের চাপ কমাতে নিউজিল্যান্ডের টেস্ট ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন। তবে কিউইদের অন্যতম সফল এই অধিনায়ক ওয়ানডে এবং টি-টোয়েন্টির নেতৃত্বে থাকছেন।

বিজ্ঞাপন

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন টিম সাউদি। আর লাল বলে সহঅধিনায়কের দায়িত্বে টম ল্যাথাম।

উইলিয়ামসন জানিয়েছেন, নিউজিল্যান্ডকে টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দেওয়াটা বিশেষ সম্মানের। অধিনায়কত্ব মানেই মাঠ ও মাঠের বাইরে বাড়তি কাজের চাপ। তাই এই পর্যায়ে এসে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। অনুভব করেছি, সাদা বলে অধিনায়কত্ব করাটাই এখন আমার জন্য ঠিকঠাক হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |