ভারতের বিপক্ষে শেষ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সকালে শুভ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সকালে ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুলকে এলবির ফাঁদে ফেলে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন টাইগার স্পিনার।
ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে লড়ছে বাংলাদেশ। যেখানে প্রথম দিনের তৃতীয় সেশনে এসে অলআউট হয়ে যায় বাংলাদেশ। করতে পারে মাত্র ২২৭ রান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনে মাত্র ৮ ওভার খেললেও আর কোনো উইকেট হারায়নি সফরকারীরা।
তবে দ্বিতীয় দিন সকালে ভারতের ওপেনিং জুটি ভেঙে দিয়েছেন টাইগারদের বাঁহাতি স্পিনার তাইজুল। দিনের পঞ্চম ওভারে এসে তাইজুল বোলিংয়ে এসে ভারতীয় অধিনায়ক রাহুলকে এলবির ফাঁদে ফেলেন। ১০ রান করা রাহুল ডাউন দ্য উইকেটে এসে ডিফেন্ড করার চেষ্টা করেন।
তাইজুলের ৮৩ কিলোমিটার গতির বলটি সরাসরি রাহুলের প্যাডে আঘাত করে। বাংলাদেশের ক্রিকেটাররা আবেদন করলেও সেখানে শুরুতে সাড়া দেননি আম্পায়ার। অবশেষে রিভিউয়ের সহায়তা নেন টাইগার অধিনায়ক সাকিব। যেখানে রাহুলের বিপক্ষে সিদ্ধান্ত আসে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৩৬ রান। মাঠে আছেন ওপেনার শুভমান গিল এবং চেতেশ্বর পূজারা। বাংলাদেশের চেয়েও প্রথম ইনিংসে সফরকারীরা পিছিয়ে আছে ১৯১ রানে।