সর্বশেষ আইপিএলের মৌসুমে শিখর ধাওয়ান এবং ঋষভ পান্ত দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নেমেছিলেন। তখনকার একটা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল। যেখানে ঋষভ তার সতীর্থ শিখরকে জিজ্ঞেস করেছিলেন, আমাকে যদি কোনো উপদেশ দিতে বলি, তবে কী বলবে?
যেখানে শিখর পান্তকে উদ্দেশ করে বলেছিলেন, ‘ড্রাইভ সেইফলি।’ সতীর্থের কথা অবশ্য শোনেননি ঋষভ। যে কারণে গত ৩০ ডিসেম্বর ভারতের উত্তরাখন্ডের রুরকিতে ভয়ানক এক গাড়ি দুর্ঘটনার শিকার হন ঋষভ। যার ফলে তার শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হন। তিনটি লিগামেন্টও ছিড়ে যায় এই তারকা ক্রিকেটারের।
লম্বা সময় ধরে নিজের বিষয়ে কিছুই জানাতে পারেননি ঋষভ। তবে বাকিদের কাছ থেকে এই ক্রিকেটারের নিয়মিত আপডেট পাওয়া যাচ্ছিল। অবশেষে দুর্ঘটনার ১৭ দিন পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের অ্যাকাউন্ট থেকে টুইট করেছেন ঋষভ।
যেখানে তিনি তার এই খারাপ সময়ে পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এ ছাড়াও বলেছেন, তার লিগামেন্ট ঠিক করার জন্য যে অস্ত্রোপচার করা হয়েছে, সেটিও সফল হয়েছে। আবারও ক্রিকেট মাঠে ফিরে আসার জন্য মুখিয়ে আছেন বলেও জানিয়েছেন এই ক্রিকেটার।
তিনি আলাদা দুটি টুইটে লিখেন, ‘সবরকমের সহযোগিতা এবং শুভেচ্ছার জন্য আমি অভিভূত এবং কৃতজ্ঞ। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমার অস্ত্রোপচার সফল হয়েছে। সেরে ওঠার যাত্রাটা শুরু হয়েছে। ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য আমি তৈরি। অফুরন্ত সমর্থনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড, জয় শাহ এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।
অফুরন্ত ভালোবাসা এবং মনোবল বাড়ানোর জন্য হৃদয় থেকে সকল সমর্থক, সতীর্থ, চিকিৎসক এবং ফিজিওদের ধন্যবাদ জানাতে চাই। মাঠে সবার সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি।