• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার জেনসেন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২৩, ১২:৫৬
মার্কো জেনসেন
ছবি- সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার হয়ে ২০২১ সালের শেষ দিকে আন্তর্জাতিক ক্রিকেটে মার্কো জেনসেনের অভিষেক হয়। এরপর থেকেই দুর্দান্ত সময় কাটিয়েছেন এই প্রোটিয়া পেসার।

২২ বছর বয়সী এ পেসার ওই বছর ওয়ানডেতে ২ দুটি ও টি-টোয়েন্টিতে একটি উইকেটের পাশাপাশি লাল বলে ৩৬ উইকেট নেন। দারুণ ফর্মে থাকার পুরস্কারও পেলেন এই পেসার। জিতে নিলেন আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের খেতাব।

জেনসেন ইতোমধ্যে একটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং ১০টি টেস্ট ম্যাচ খেলেছেন সাউথ আফ্রিকা জাতীয় দলের হয়ে। ভারতের আর্শদীপ সিং, নিউজিল্যান্ডের ফিন অ্যালেন ও আফগানিস্তানের ইব্রাহিম জাদরানকে পেছনে ফেলে আইসিসির পুরস্কার জিতেছেন ৪৪ উইকেট নেওয়া এই পেসার। ২০২২ সালে ১৩ দশমিক ৫০ গড়ে ১৪ উইকেট নিয়েছেন জেনসেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আইসিসি যা বলবে আমরা মেনে নেব’, পাকিস্তান ইস্যুতে বিসিসিআই সচিব
দুই তারকা ক্রিকেটারকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা ভারতের
উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন
নেতানিয়াহুকে রক্ষায় আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিল পাস মার্কিন পার্লামেন্টে