ঢাকাবৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার জেনসেন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩ , ১২:৫৬ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার হয়ে ২০২১ সালের শেষ দিকে আন্তর্জাতিক ক্রিকেটে মার্কো জেনসেনের অভিষেক হয়। এরপর থেকেই দুর্দান্ত সময় কাটিয়েছেন এই প্রোটিয়া পেসার।

বিজ্ঞাপন

২২ বছর বয়সী এ পেসার ওই বছর ওয়ানডেতে ২ দুটি ও টি-টোয়েন্টিতে একটি উইকেটের পাশাপাশি লাল বলে ৩৬ উইকেট নেন। দারুণ ফর্মে থাকার পুরস্কারও পেলেন এই পেসার। জিতে নিলেন আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের খেতাব।

জেনসেন ইতোমধ্যে একটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং ১০টি টেস্ট ম্যাচ খেলেছেন সাউথ আফ্রিকা জাতীয় দলের হয়ে। ভারতের আর্শদীপ সিং, নিউজিল্যান্ডের ফিন অ্যালেন ও আফগানিস্তানের ইব্রাহিম জাদরানকে পেছনে ফেলে আইসিসির পুরস্কার জিতেছেন ৪৪ উইকেট নেওয়া এই পেসার। ২০২২ সালে ১৩ দশমিক ৫০ গড়ে ১৪ উইকেট নিয়েছেন জেনসেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |