ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

টেস্টের ইতিহাসে অনন্য রেকর্ডের পথে হ্যারি ব্রুক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ , ০৫:৩৮ পিএম


loading/img

ইংল্যান্ডের জার্সিতে সীমিত ওভারের ক্রিকেট দিয়ে অভিষেক হয়েছিল হ্যারি ব্রুকের। তবে টেস্টে অভিষেক হওয়ার পর থেকেই রীতিমত উড়ছেন ২৪ বছর বয়সী এই ব্যাটার। মাত্র ৬ টেস্টের ক্যারিয়ারেই অনন্য এক রেকর্ড গড়ার পথে রয়েছেন তরুণ এই ইংলিশ ব্যাটসম্যান।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ওয়েলিংটনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছিল ইংল্যান্ড। ম্যাচের প্রথম দিন শুরুতে দল বিপর্যয়ের মুখে পড়েও বিধ্বংসী এক অপরাজিত ইনিংস খেলেছেন ব্রুক। এতে টেস্ট ক্রিকেটে ১৪৬ বছরের রেকর্ডবুক যেন তছনছই করে দিলেন।

এনিয়ে ছয় টেস্টের ৯ ইনিংসে ব্যাট করতে নেমেছেন ব্রুক। ইতিহাসে প্রথম ৯ ইনিংস শেষে সর্বোচ্চ রানের রেকর্ডটি এতদিন ছিল বিনোদ কাম্বলির নামে। সাবেক ভারতীয় এই ব্যাটার ৭৯৮ রান করেছিলেন। কিন্তু তাকে ছাড়িয়ে গেলেন ব্রুক (৮০৭)। শুধু তা-ই নয়, স্যার ডন ব্র্যাডম্যান ও সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তি দুই ব্যাটারের রেকর্ডও চোখ রাঙানি দিচ্ছেন তিনি।  

বিজ্ঞাপন

গাভাস্কার তার ক্যারিয়ারের প্রথম ৬ টেস্ট খেলে ৯১২ রান করেছিলেন। সর্বকালের সেরা ব্যাটসম্যান ব্র্যাডম্যানের সংগ্রহ ছিল ৮৬২ রান। তবে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে এই দুই কিংবদন্তির রেকর্ড হুমকির মুখে ফেলে দিয়েছেন ব্রুক। প্রথম ডাবল সেঞ্চুরির পথে প্রথম দিন শেষে ১৬৯ বলে ২৪ চার ও ৫ ছক্কায় ১৮৪ রানে অপরাজিত আছেন ডানহাতি এই ব্যাটার।

ওয়েলিংটনে বৃষ্টির বাধা না থাকলে প্রথম দিনেই ডাবল সেঞ্চুরির দেখা পেয়ে যেতেন ব্রুক। তবে সে অপেক্ষা বাড়লেও দিন শেষে ৩ উইকেটে ৩১৫ রানে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে ইংল্যান্ড। অথচ টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ২১ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল বেন স্টোকসের দল।

বিজ্ঞাপন

ইনিংসের তৃতীয় ওভারে জ্যাক ক্রলিকে (২) ফিরিয়ে নিউজিল্যান্ডকে ব্রেক থ্রু এনে ম্যাট হেনরি। নিজের পরের ওভারে ওলি পোপকেও (১০) সাজঘরের পথ দেখান ডানহাতি এই পেসার। আরেক ওপেনার বেন ডাকেট (৯) থিতু হতে পারেননি টিম সাউদির কারণে। সকালের কন্ডিশনের পূর্ণ ফায়দা লুটলেও এরপর আর সফলতার মুখ দেখেনি কিউই বোলাররা।

তবে চতুর্থ উইকেট জুটিতে জো রুটের সঙ্গে ২৯৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ব্রুক। ব্রুকের মতো সেঞ্চুরি পেয়েছেন রুটও। ব্যাট হাতে ব্রুক তাণ্ডব চালালেও রুট খেলেন কিছুটা রয়েসয়ে। যা মনে করিয়ে দেয় ইংল্যান্ডের পুরোনো ধরনকে। তবে তা সত্ত্বেও পথ হারাননি তিনি। ক্যারিয়ারের ২৯ তম সেঞ্চুরি তুলে নেওয়ার পর অপরাজিত আছেন ১০১ রানে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |