• ঢাকা রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১
logo

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ মার্চ ২০২৩, ১৩:২৪
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া
ছবি : সংগৃহীত

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারত। সিরিজের প্রথম দুই ম্যাচে দাপট দেখিয়ে জয় পেলেও তৃতীয় ম্যাচে নিজেদের পাতা স্পিন ফাঁদে কাটা পড়েছে স্বাগতিকরা। অজিদের স্পিন তোপে তিন ম্যাচ শেষ সিরিজ এখন ২-১ ব্যবধানে। আর ইন্দোর টেস্টে জয়ের পর সিরিজে লড়াইয়ের আশা বাঁচিয়ে রাখল অজিরা। এ ছাড়া এ জয়ের মধ্য দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করল অস্ট্রেলিয়া।

ইন্দোর টেস্টে ৭৬ রানে টার্গেটে ব্যাটিংয়ে নামে অজিরা। তবে উইকেটের বিচারে এ লক্ষ্যও বেশ চ্যালেঞ্জিং-ই মনে হয়েছিল। কারণ, এই উইকেটে ১০০ রান তুলতেই হিমশিম খেয়েছে দুই দলই। কিন্তু অজিদের ট্রাভিস হেডের দাপটে ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসের মাত্র ১৯তম ওভারেই জয় নিশ্চিত করেছে অতিথি দল। ৯ উইকেটের এই জয়ে ৬৮ দশমিক ৫২ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিশ্চিত করল অজিরা।

এদিকে সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে আগামী ৯ মার্চ আহমেদাবাদে মুখোমুখি দল দুটি। ইন্দোরে জয়ের পর ২-২ ব্যবধানে সিরিজে সমতায় ফেরার আশা বাঁচিয়ে রাখল সফরকারী দল।

অন্যদিকে অজিরা ফাইনাল নিশ্চিত করলে এখনও তাদের প্রতিপক্ষ নিশ্চিত হয়নি। ফাইনালের আরেক দল হওয়ার লড়াইয়ে এগিয়ে রয়েছে ভারত। ৬০ দশমিক ২৯ পয়েন্ট নিয়ে ফাইনালের অন্যতম দাবিদার রোহিত শর্মার দল। ফাইনালে ওঠার দৌড়ে আছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। ৫৩ দশমিক ৩৩ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার অবস্থান টেবিলের তিন আর দক্ষিণ আফ্রিকা রয়েছে চারে, তাদের পয়েন্ট ৫২ দশমিক ৩৮। তবে ফাইনালের আশা থেকে ছিটকে গেছে ইংল্যান্ড-পাকিস্তানসহ বাকি দলগুলো।

সাউথ আফ্রিকার ম্যাচ বাকি একটি এবং শ্রীলঙ্কার ম্যাচ বাকি দুটি। দুই ম্যাচে শ্রীলঙ্কা জয় পেলেই নিশ্চিতভাবে ফাইনাল নিশ্চিত করবে দলটি। তবে সাউথ আফ্রিকার জয়ের সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কা ও ভারতের পরাজয়ের জন্য অপেক্ষা করতে হবে। এখন দেখার বিষয়, আগামী ৭ জুন অনুষ্ঠেয় ফাইনালে কে হচ্ছেন অজিদের প্রতিপক্ষ।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পোশাক রপ্তানিতে ঢাকার সিদ্ধান্তে দিল্লির মাথায় হাত
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
আইপিএলের মেগা নিলাম থেকে কোন ফ্র্যাঞ্চাইজি কতজনকে দলে নিতে পারবে?
ভারতীয় ১৯ প্রতিষ্ঠান ও দুই নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা