ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

আইপিএল থেকে সরে দাঁড়ালেন বেয়ারস্টো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২২ মার্চ ২০২৩ , ০৩:৫৮ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

চোট থেকেই সেরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার কথা ছিল জনি বেয়ারস্টোর। কিন্তু এবার সিদ্ধান্তে বদল এনেছেন এই ব্যাটার। আসন্ন অ্যাশেজের কথা বিবেচনায় রেখে নিজেকে প্রাণবন্ত রাখতে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আইপিএলে এবার তার পাঞ্জাব কিংসের হয়ে মাঠে নামার কথা ছিল। কিন্তু এবারের আসর শুরু হওয়ার ১০ দিন আগে সিদ্ধান্ত পাল্টেছেন তিনি । এর মধ্য দিয়ে বড় ধাক্কা খেলো শিখর ধাওয়ানের দল। 

আইপিএল শুরুর পরপরই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার বিখ্যাত অ্যাশেজ সিরিজ শুরু হবে। তাই দ্য গার্ডিয়ানে বেয়ারস্টো জানিয়েছেন, অ্যাশেজের জন্য তিনি প্রস্তুতি নিতে চান। তার দল পাঞ্জাবকে বিষয়টি জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গলফ খেলতে গিয়ে চোটে পড়েন বেয়ারস্টো। এরপর বিশ্বকাপ থেকেও ছিটকে যান এই ইংলিশ ব্যাটার। তবে বিশ্বকাপ শেষেও ইংলিশদের হয়ে মাঠে ফেরা হয়নি তার। এমনকি সবশেষ বাংলাদেশ সফরেও ছিলেন না এই মারকুটে ব্যাটার।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |