ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

মেসির নামে আর্জেন্টিনার অনুশীলন সেন্টার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৬ মার্চ ২০২৩ , ০৭:২১ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

কাতার বিশ্বকাপে ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন লিওনেল মেসি। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে দেশকে এনে দিয়েছেন ফুটবল বিশ্বমঞ্চের সোনালি শিরোপা। এরপর থেকেই চারদিকজুড়ে চলছে মেসির বন্দনা। এবার মেসির প্রতি আরও সম্মান দেখালো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আলবিসেলেস্তেদের নির্মাণাধীন খেলোয়াড় হোটেলকে (অনুশীলন সেন্টার) মেসি নামকরণ করেছে এএফএ।

বিজ্ঞাপন

এজিজাতে আনুষ্ঠানিকভাবে ব্রোঞ্জের নামফলক উন্মোচন করেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া, প্রধান কোচ লিওনেল স্কালোনি ও লিওনেল মেসি নিজেই। এরপর নিজেদের ভেরিফায়েড টুইটারে বিষয়টি জানিয়েছেন তাপিয়া। 

সেখানে তিনি লিখেছেন, যে অনুশীলন সেন্টারটি আগে কাসা ডি এজিজা নামে পরিচিত ছিল, সেটি ২৫ মার্চ থেকে ‘লিওনেল আন্দ্রেস মেসি’ নামে পরিচিত হবে। আমরা কাসা ডি এজিজায় একটি ঐতিহাসিক যুগ পার করে এসেছি। এখন বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন নামকরণ হলো।

বিজ্ঞাপন

বিশ্বকাপ জয়ী অধিনায়কের নামে খেলোয়াড় হোটেলের নামকরণ, উৎসাহব্যঞ্জক হবে বলেও উল্লেখ করেন তাপিয়া। 

এদিকে এটাকে বিশেষ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন মেসি। যদিও ২০০৪ সালে যুব দলে ডাক পাওয়া থেকে অন্যদের মত এজিজা ভবন ও ট্রেনিং সুবিধা ভোগ করছেন মেসি। 

মেসির ভাষ্য, এই স্বীকৃতি আমার প্রাপ্ত সেরা স্বীকৃতিগুলোর মধ্যে একটি। যা অনেক বেশি সম্মানের, আপনাদের সবাইকে ধন্যবাদ।

বিজ্ঞাপন

মরুর বুকে প্রথম বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন মেসি। দলকে বিশ্বকাপ জেতাতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তিনি। বিশ্বমঞ্চে সে আসরে ১০ গোলে তার অবদান ছিল, এর মধ্যে নিজে করেছেন সাতটি এবং করিয়েছেন ৩টি। ক্যারিয়ারে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৮০০টি গোল করেছেন এই আর্জেন্টাইন লিটন মাস্টার।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |