ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

তৃতীয় জয় ব্রাদার্সের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৮ এপ্রিল ২০২৩ , ০৯:৫১ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তৃতীয় জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। নিজেদের অষ্টম ম্যাচে ব্রাদার্স ৬ উইকেটে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে হারিয়েছে ব্রাদার্স। ৮ ম্যাচে ৩ জয় ও ৫ হারে ৬ পয়েন্ট ব্রাদার্সের। সমানসংখ্যক ম্যাচে ২ জয় ও ৬ হারে ৪ পয়েন্ট শাইনপুকুরেরও।

বিজ্ঞাপন

শনিবার (৮ এপ্রিল) ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ব্রাদার্স। ১২ রানের মধ্যে দুই ওপেনারকে হারালেও তৃতীয় উইকেটে অমিত হাসান ও ভারতের শুভম শর্মার ৭৪ রানের জুটিতে লড়াইয়ে ফেরে শাইনপুকুর। অমিত ৪২ রানে ফিরলেও হাফ সেঞ্চুরি তুলে ৭৪ রানে থামেন শুভম।

পরের দিকে মিডল অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলেও শেষ দিকে সাজেদুল হকের ৪১ ও মেহেদি হাসান রানার ২০ বলে অপরাজিত ৩২ রানের সুবাদে সম্মানজনক ৫০ ওভারে ৮ উইকেটে ২২৮ রান করে শাইনপুকুর।

বিজ্ঞাপন

ব্রাদার্সের মেহেদি হাসান, পাকিস্তানী সাদ নাসিম ও আরাফাত সানি জুনিয়র দুটি করে উইকেট নেন।

জবাবে চতুর্থ ওভারে দলীয় ৩১ রানে প্রথম উইকেট হারায় ব্রাদার্স। দ্বিতীয় উইকেটে ৭৫ রানের জুটি গড়ে দলকে খেলায় রাখেন ওপেনার তানজিদ হাসান ও সাব্বির হোসেন। তানজিদ ৪৫ ও সাব্বির ৩৮ রানে থামেন।

এরপর পঞ্চম উইকেটে ১২২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ব্রাদার্সের জয় নিশ্চিত করেন আরাফাত ও নাসিম। ৫ চার ও ৩ ছক্কায় ৪৮ বলে অপরাজিত ৫৫ রান করেন আরাফাত। ৬০ বলে অনবদ্য ৬২ রানের সাজানো ইনিংসে ৭ চার ও এক ছক্কা মারেন নাসিম। শাইনপুকুরের নাবিল সামাদ ও হাসান মুরাদ দুটি করে উইকেট নেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |