নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে স্বাগতিক পাকিস্তান। এই ম্যাচে বিধ্বংসী এক ইনিংস খেলে সব আলো নিজের করে নিয়েছেন পাক ব্যাটার ফখর জামান। এদিন ওয়ানডেতে হ্যাটট্রিক সেঞ্চুরি করার ম্যাচে অনবদ্য এক রেকর্ড গড়েছেন বাঁহাতি এই ওপেনার।
শনিবার (২৯ এপ্রিল) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডের করা ৩৩৬ রান তাড়া করতে নেমে ১০ বল হাতে রেখেই ৭ উইকেটের ব্যবধানে জিতেছে স্বাগতিক পাকিস্তান।
এদিন রান তাড়া করতে নেমে একাই ১৮০ রান করেন ফখর। তার ১৪৪ বলের ইনিংসে ছিল ১৭টি চার ও ৬ ছক্কার মার। বিধ্বংসী এই ইনিংস খেলার পথে জাতীয় দলের সতীর্থ বাবর আজমের একটি রেকর্ড ভেঙে দিয়েছেন ফখর।
পাকিস্তানের হয়ে ওয়ানডেতে দ্রুততম ৩০০০ রানের রেকর্ডটি ছিল বাবরের দখলে। এই মাইলফলক স্পর্শ করতে পাক অধিনায়কের ৬৮ ইনিংস লেগেছিল। তবে বাবরের চেয়ে এক ইনিংস কম, অর্থাৎ ৬৭ ইনিংসেই সে রেকর্ড নিজের করে নিয়েছেন ফখর জামান।
অন্যদিকে, বিশ্ব ক্রিকেটে ওয়ানডেতে যৌথভাবে দ্রুততম ৩০০০ রানের তালিকায়ও দুই নম্বরে ফখর। পাক ওপেনারের সমান ৬৭ ইনিংসে এই কীর্তি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শাই হোপ।
এই তালিকায় সবার উপরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার হাশিম আমলা। অবশ্য অনেকের ধরাছোঁয়ার বাইরে আছেন তিনি। ওয়ানডেতে তার ৩ হাজার রান করতে লেগেছিল মাত্র ৫৭ ইনিংস।