ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

বর্ণবাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা ব্রাজিলিয়ান তারকার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৪ মে ২০২৩ , ০৪:৩১ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বেশ কঠিন সময় পার করছেন ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড প্রায় প্রতিটি অ্যাওয়ে ম্যাচেই বর্ণবাদের শিকার হচ্ছেন। সবশেষ ভ্যালেন্সিয়ার মাঠে তো রীতিমতো লঙ্কাকাণ্ড ঘটে গেছে ব্রাজিলিয়ান এই তারকার সঙ্গে। 

বিজ্ঞাপন

এসব ঘটনায় অনেকেই ভিনিসিয়াসের পাশে এসে দাঁড়িয়েছেন। তবে জাতীয় দলে ভিনির সতীর্থ ও বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনহা বেছে নিলেন ভিন্ন এক পথ। বর্ণবাদের বিপক্ষে যুদ্ধেরই ঘোষণা দিয়েছেন ২৬ বছর বয়সী এই সেলেসাও তারকা। 

মঙ্গলবার (২৩ মে) রিয়াল ভায়োদোলিদের মাঠে ম্যাচের ৬৩তম মিনিটে রাফিনহাকে তুলে নেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। যখন তাকে তুলে নেওয়া হয় তখন মাঠ ছাড়ার সময় জার্সি খুলে ফেলেন তিনি। 

বিজ্ঞাপন

তার জার্সির নিচে গায়ের গেঞ্জিতে লেখা ছিল, ‘বর্ণবাদীরা ফুটবল থেকে দূরে থাকো। যতদিন পর্যন্ত চোখের জ্যোতির চেয়ে গায়ের রং বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকবে, ততদিন পর্যন্ত যুদ্ধ থাকবে। ভিনি, তোমার সঙ্গে আছি আমি।’

লা লিগায় ভায়াদোলিদের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে হেরে গেছে বার্সেলোনা। ম্যাচে কোনো গোল করতে পারেননি রাফিনহা। যখন মাঠ ছাড়েন তখন ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল দলটি। কিন্তু বর্ণবাদে সৃষ্ট সাম্প্রতিক ঘটনায় ভিনিকে সঙ্গ দিয়ে আলোচনায় তিনিই।

গত রোববার ভ্যালেন্সিয়ার মাঠে প্রচণ্ড অপব্যবহারের শিকার হন ভিনিসিয়াস। তবে সেইদিন যেন মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। যে কারণে মেজাজ হারিয়ে ভ্যালেন্সিয়ার এক খেলোয়াড়কে আঘাত করে দেখেছিলেন লাল কার্ড। যদিও আগের দিন সেই কার্ড প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |