• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

মার্তিনেজ জাদুতে ইতালিয়ান কাপের চ্যাম্পিয়ন ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ মে ২০২৩, ১৩:৫৩
মার্তিনেজ জাদুতে ইতালিয়ান কাপের চ্যাম্পিয়ন ইন্টার মিলান
ছবি- সংগৃহীত

সাম্প্রতিক সময়টা দারুণ কাটছে লাউতারো মার্তিনেজের। গত বছর দেশের হয়ে কোপা আমেরিকা, ফাইনালিসিমার পর বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। জানুয়ারিতে মার্তিনেজের নেতৃত্বেই এসি মিলানকে হারিয়ে ইতালিয়ান সুপার কোপার শিরোপা জিতেছিল ইন্টার মিলান। এবার তার পায়ের জাদুতে টানা দ্বিতীয়বারের মতো ইতালিয়ান কাপও জিতেছে ইন্টার।

বুধবার (২৪ মে) এস্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে শুরুতে পিছিয়ে পড়েও লাউতারো মার্তিনেজের জোড়া গোলে ফিওরেন্তিনাকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে ইতালিয়ান কাপে নিজেদের নবম শিরোপার দেখা পায় ইন্টার। এখন তাদের সামনে চ্যাম্পিয়নস লিগ জয়ের সাথে সাথে ‘ট্রেবল’ জয়ের হাতছানি। আগামী ১০ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ইন্টার।

এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ফিওরেন্তিনা। তৃতীয় মিনিটে জাকোমো বোনাভেঞ্চুরার ক্রসে দূরের পোস্টে বল পেয়ে যান গনসালেস। অরক্ষিত এই আর্জেন্টাইন ফরোয়ার্ড অনায়াসেই বাকি কাজটা সারেন। ২৪তম মিনিটে দারুণ সুযোগ হাতছাড়া করেন জেকো। আর্জেন্টাইন স্ট্রাইকার মার্তিনেজের কাছ থেকে বিপজ্জনক জায়গায় বল পেয়ে বাইরে মারেন তিনি।

২৯তম মিনিটে প্রতি আক্রমণ থেকে সমতা ফেরায় ইন্টার। মার্সেলো ব্রজোভিচের ডিফেন্স চেরা পাস পেয়ে জাল খুঁজে নেন অরক্ষিত মার্তিনেজ। ৩৭তম মিনিটে এগিয়েও যায় ইন্টার। নিকো বারেল্লার ক্রসে অ‍্যাক্রোবেটিক ভলিতে ফের গোলরক্ষককে পরাস্ত করেন মার্তিনেজ। ম্যাচের বাকিটা সময় আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও আর কেউই গোলের দেখা পায়নি।

ইন্টারের শিরোপা জয়ের ম্যাচে মার্তিনেজও ছুঁয়েছেন দারুণ এক মাইলফলক। ইতালির এই ক্লাবটির হয়ে এ নিয়ে ১০১টি গোল করলেন মার্তিনেজ। যার মধ্যে চলতি মৌসুমেই ২৭ গোল করেছেন তিনি, যা তার ক্যারিয়ারে এক মৌসুমে সর্বোচ্চ। শুধু কি তা–ই, ক্লাবটির এ মৌসুমে খেলা মোট ৫৪ ম্যাচের সব কটিতেই মাঠে খেলেছেন মার্তিনেজ।

ঘরোয়া বড় প্রতিযোগিতায় ইন্টারের বিপক্ষে ফিওরেন্তিনার এটাই প্রথম ফাইনাল। গত রোববার নাপোলির বিপক্ষে ম্যাচে হারের পর একাদশে ৯টি পরিবর্তন করে একাদশ সাজিয়েছিলেন ইন্টারের কোচ সিমোন ইনজাঘি। কোচ হিসেবে নিজের সর্বশেষ ৭ ফাইনালের সব কটিই জিতেছেন তিনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আইসিসি যা বলবে আমরা মেনে নেব’, পাকিস্তান ইস্যুতে বিসিসিআই সচিব
জার্সিতে পাকিস্তানের নাম রাখতে চায় না ভারত, ক্ষুব্ধ পিসিবি
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
সিলেটকে হারিয়ে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রংপুর