ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচে ছিলেন না লিওনেল মেসি, অ্যানহেল ডি মারিয়ার মতো তারকা ফুটবলার। তবুও চলতি ফিফা উইন্ডোর দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে আধিপত্ত বিস্তার করে খেলে সহজেই জয় পেয়েছে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দল।
সোমবার (১৯ জুন) জাকার্তার গেলেরো বাং কার্নো স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ২-০ গোলের শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে লে আলবিসেলেস্তেরা। ম্যাচে আর্জেন্টাইনদের হয়ে গোলের দেখা পেয়েছেন লিয়ান্দ্রো পারদেস ও ক্রিস্টিয়ানো রোমেরো।
এশিয়া সফরের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছিল আলবিসেলেস্তেরা। ওই ম্যাচে দুর্দান্ত এক গোলও করেছিলেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে যাওয়া মেসি। তবে ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচে এই তারকাকে ছুটি দেন কোচ লিওনেল স্কালোনি।
এদিন ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। তবে স্বাগতিকদের রক্ষণ দেওয়াল ভেদ করতে পারছিলেন না আর্জেন্টাইনরা। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখলেও কাঙ্ক্ষিত গোলের দেখা না পেয়ে হতাশ হন জুলিয়ান আলভারেজরা।
তবে ম্যাচের ৩৮ মিনিটে প্রথম গোল করে বিশ্বজয়ীদের লিড এনে দেন লিয়ান্দ্রো পারদেস। এই ডিফেন্সিভ মিডফিল্ডারের নেওয়া মাঝমাঠ থেকে নেওয়া বুলেট গতির শটে বল সহজেই জড়িয়ে যায় জালে।
এই গোল নিয়ে প্রথমার্ধ শেষ করেছিল আর্জেন্টিনা। এরপর দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে দ্বিতীয় গোল পায় সফরকারীরা। এবার গোল করেন টটেনহ্যামে খেলা আর্জেন্টিনার সেন্ট্রাল ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরো। ওই গোলেই সহজে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
আর্জেন্টিনার জয় অবশ্য বড় হতে পারতো। ৭৪ শতাংশ বল পায়ে নিয়ে গোল মুখে সাতটি ও লক্ষ্যভ্রষ্ট আটটি শট নিয়েছে দলটি। কিন্তু হুলিয়ান আলভারেজ কিংবা অভিষেক হওয়া ফাকুন্দে বুওনানোতে গোল করতে পারেননি।