ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

পবিত্র কাবার মেঝে মুছলেন রিজওয়ান (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৪ জুন ২০২৩ , ০২:০১ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

ধর্মচর্চার জন্য বেশ কয়েকবার সংবাদের শিরোনামে এসেছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। নিউজিল্যান্ড সিরিজের পর থেকে ২২ গজের বাইরে থাকা এই ক্রিকেটার ফের এলেন সংবাদমাধ্যমে। এবারে তিনি সংবাদের শিরোনাম হয়েছেন পবিত্র কাবা শরিফের মেঝে মুছে।

বিজ্ঞাপন

বর্তমানে হজ পালন করতে বর্তমানে সৌদি আরবের মক্কা শহরে রয়েছেন রিজওয়ান। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে বের হওয়া একটি ভিডিওতে দেখা যায় পবিত্র কাবা শরিফের মেঝেতে পানি ঢেলে সেটি পরিষ্কার করছেন পাকিস্তানের উইকেটরক্ষক এই ব্যাটার। মুহূর্তের ভেতর সেটি ভাইরাল হয়ে যায়।

রিজওয়ান ছাড়াও এবারে হজ করতে গিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার বাবর আজম, ফখর জামান, ফাহিম আশরাফ এবং ইফতিখার আহমেদ।

বিজ্ঞাপন

কিছুদিন আগে আরেকটি ভিডিওতে দেখা যায় বাবর-রিজওয়ান কাবা শরিফ তাওয়াফ করছেন। সেটিও ভাইরাল হয়েছিল সে সময়।

গেল রমজানে ওমরাহ করতে গিয়েছিলেন বাবর, ইফতিখার, ফাহিম এবং হারিস রউফ।

কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুলে ভর্তি হয়েছিলেন বাবর-রিজওয়ান। সে সময় একদিন মাগরিবের নামাজের ওয়াক্ত ‍শুরু হলে গাড়ি পার্কিংয়ে রেখে রিজওয়ান রাস্তার পাশে দাঁড়িয়ে নামাজ আদায়ের ভিডিও ভাইরাল হয়েছিল।

বিজ্ঞাপন

রিজওয়ানের সেই নামাজ পড়ার ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নেটিজেনদের ভেতর। কেউ কেউ এই পাকিস্তানি ক্রিকেটারের প্রশংসা করলেও, অনেকে এটিকে ‘শো-অফ’ বলেও উল্লেখ করেন।

ভিডিও দেখতে ক্লিক করুন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |