চলতি বছর রয়েছে ক্রিকেটের বড় দুইটি মেগা ইভেন্ট। ওয়ানডে বিশ্বকাপের পাশাপাশি রয়েছে এশিয়া কাপের আসর। নানা নাটকীয়তার পর শেষপর্যন্ত হাইব্রিড মডেলে এশিয়া কাপে অংশগ্রহণে রাজি হয়েছে ভারত। তবে এশিয়া কাপ শুরুর দুই মাস আগেও ৩ ক্রিকেটারকে নিয়ে বিপাকে পড়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
ইনজুরির কারণে ভারতীয় দলের বাইরে রয়েছেন লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার ও যশপ্রীত বুমরাহ। এশিয়া কাপের আর খুব বেশি সময় বাকি না থাকলেও এখনো ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠতে পারেননি তারা। যে কারণে দলের এই তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হতে পারে ভারতকে।
গত আইপিএলের সময় ইনজুরিতে পড়েন রাহুল। মে মাসে অস্ত্রোপচারের পর থেকে ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন তিনি। তবে এখনও ফিট হয়ে উঠতে পারেননি ডানহাতি এই ব্যাটার। তিনি কবে নাগাদ পুরোপুরি ফিট হবেন সেটিও নিশ্চিত না বিসিসিআই। ফলে, এশিয়া কাপে রাহুলের খেলার সম্ভাবনা প্রায় শূন্যই বলা চলে।
রাহুলের মতো একই অবস্থায় আছেন আইয়ার এবং বুমরাহর। ইনজুরির কারণে আইপিএলে মাঠে নামতে পারেননি তারা। দুজনই অস্ত্রোপচার শেষে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তবে পেস তারকা বুমরাহকে নিয়ে আশার আলো জ্বললেও শ্রেয়াস কতটা ফিট সে ব্যাপারে সন্ধিহান বিসিসিআই।
জানা গেছে, যশপ্রীত বুমরাহ তার ইনজুরি থেকে ৭০ শতাংশ সুস্থ হয়েছেন। বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের আগে এশিয়া কাপে তাকে খেলিয়ে ঝুঁকি নাও নিতে পারে ভারত। কারণ, এর আগে শতভাগ ফিট না থাকার পরও বুমরাহ আর শ্রেয়াস মাঠে নেমে ইনজুরিতে পড়েছিলেন।
উল্লেখ্য, আসন্ন এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানে। তবে আগামী ৩১ আগস্ট থেকে হাইব্রিড মডেলে পাকিস্তান এবং শ্রীলঙ্কায় শুরু হবে এই টুর্নামেন্ট। পাকিস্তানে প্রথম চার ম্যাচ শেষে এশিয়া কাপের সব ম্যাচ হবে দ্বীপরাষ্ট্রটিতে। ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে শ্রীলঙ্কার মাটিতে।