কার্লোস আলকারাজ ক্লে কোর্টের খেলোয়াড় হিসেবেই টেনিসের জগতে বেশি পরিচিত। কিন্তু রোববার ঘাসের কোর্টে নিজের পারদর্শিতা দেখিয়ে দিলেন স্প্যানিশ এই তারকা।
অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরকে ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে কুইন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছেন আজকারাজ। ঘাসের কোর্টের টুর্নামেন্টে এটিই তার প্রথম শিরোপা।
এই জয়ের ফলে নোভাক জকোভিচকে টপকে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেলেন আলকারাজ।
পাশাপাশি আসন্ন উইম্বলডনের আগে নিজের প্রধান প্রতিপক্ষ নোভাক জকোভিচকে একটি সতর্কবার্তাও যেন দিয়ে রাখলেন কার্লোস আলকারাজ। ৩ জুলাই থেকে শুরু হবে টেনিসের সবচেয়ে মর্যাদাময় টুর্নামেন্ট উইম্বলডন।
ট্রফি জিতে আলকারাজ় বলেছেন, ‘অনেক কিংবদন্তি এই প্রতিযোগিতায় ট্রফি জিতেছেন। সেখানে নিজের নামও তুলে ফেলার আনন্দই আলাদা। এখানে জিতে উইম্বলডনেও আমি শীর্ষবাছাই হিসেবে নামতে পারব।’
কুইন্স কাপে পাওয়া শিক্ষা কাজে লাগিয়ে আসন্ন উইম্বলডনে ভালো কিছু করতে চান টেনিসের এই তারকা।
আলকারাজ বলেন, ‘এই সপ্তাহে যা শিখেছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ঘাসের কোর্টে কী ভাবে নড়াচড়া করতে হয়। সেটা এখন ভালই পারছি। সপ্তাহের শুরুর দিকে যা নিয়ে আমার মধ্যে কিছুটা আত্মবিশ্বাসের অভাব ছিল। তবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে যেন বহু বছর ঘাসে খেলার অভিজ্ঞতা রয়েছে আমার।’
তিনি আরও বলেন, ‘শীর্ষে ওঠার লড়াইটা আমাকে আলাদাভাবে উৎসাহ দিচ্ছে। আমার মনে হয় এই শীর্ষস্থান দখলের জন্য নোভাক সামনে একটা সুন্দর লড়াই আশা করতেই পারেন।’