• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

রিকশায় চেপে দাওয়াতে গেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ জুন ২০২৩, ১৯:২৪
ছবি- সংগৃহীত

পরিবারের সঙ্গে খুব কম ঈদ কাটানোর সুযোগ পান জাতীয় দলের ক্রীড়াবিদরা। জাতীয় দলের ফুটবলারদের ক্ষেত্রে বিষয়টি অহরহ না হলেও ক্রিকেটারদের জন্য এটি অতি সাধারণ বিষয়। খুব কম সময় পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ পান ক্রিকেটাররা।

আর সময় পেলে সেটির পুরোটাই সদ্যবহার করেন ক্রিকেটাররা। ব্যত্যয় হয়নি জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি দলপতি সাকিব আল হাসানের বেলায়ও।

ঈদের ছুটিতে বর্তমানে সাকিব রয়েছেন জন্মস্থান মাগুরায়। স্ত্রী আর তার তিন সন্তানকে ঈদের আগেই দেশে নিয়ে আসেন তিনি। পরিবারকে সঙ্গে নিয়ে ঈদ উদযপান করেন নিজ গ্রামে।

ঈদের দিন সকালে সাকিব বাবার সঙ্গে মাগুরা শহরের নোমানী ময়দানে প্রধান ঈদের জামাতে নামাজ আদায় করেন।

নামাজ শেষে তিনি মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগসহ স্থানীয় মানুষের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের পরদিন স্ত্রীকে নিয়ে রিকশায় চড়ে ঈদের দাওয়াতে বের হতে দেখা যায় সাকিব আল হাসানকে। শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে রিকশায় দেখা গেছে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক।

২০১৭ সালের পরে এই প্রথম পরপর দুই ঈদ মাগুরাতে কাটালেন সাকিব।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিবের গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে যা বললেন মির্জা ফখরুল
সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
সাকিবের হতশ্রী ব্যাটিং, টানা দুই হারে বিদায় বাংলা টাইগার্সের