• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ব্রাজিল শিবিরে সুখবর, কোপা আমেরিকা জিততে নতুন কৌশল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ জুলাই ২০২৩, ০৯:১১
ব্রাজিল শিবিরে সুখবর, কোপা আমেরিকা জিততে নতুন কৌশল
ছবি- সংগৃহীত

সময়টা মোটেই ভালো চাচ্ছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। মরুর বুকে প্রথম বিশ্বকাপে হার; এরপর প্রীতি ম্যাচে বারবার হোঁচট। অন্যদিকে দলের সেরা তারকার নেইমার জুনিয়রের ইনজুরি; সব মিলিয়ে বেশ কঠিন সময়ই পার করছে সেলেসাওরা।

কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর তিতের পদত্যাগের পর থেকেই নতুন কোচের খোঁজ করছিল ব্রাজিল। যে কিনা কঠিন সময়ে দলের হাল ধরে দলকে কাঙ্ক্ষিত শিরোপার উল্লাসে মাতাবেন।

জয়ের মতো কোচ খরাও দেখেছে দলটি। তিতের পর র‍্যামন মেনেজেসকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়। তার (মেনেজেস) অধীনে তিনটি ম্যাচ খেলেছে ব্রাজিল। তবে এবারও বরাবরই হতাশ সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। এক জয়ের বিপরীতে সঙ্গী হয়েছে দুই হার।

এদিকে অনেক দিন ধরেই রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেতে চেষ্টা চালায় সেলেসাওরা। এবার সুখবর পেল দলটি। শেষ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে রাজী হয়েছেন আনচেলত্তি। ২০২৪ কোপা আমেরিকায় সেলেসাওদের ডাগ-আউটে তাকে দেখা যাবে। ব্রাজিলের জোরালো আগ্রহ সত্ত্বে আনচেলত্তি বর্তমান চুক্তি অনুযায়ী ২০২৪ সালের জুন পর্যন্ত রিয়ালেই থাকার ইচ্ছা পোষণ করেছেন।

বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি সূত্র। তবে এর আগে, ফ্লুমিনেন্সের কোচ ফার্নান্দো দিনিজ ওই সময় পর্যন্ত নেইমারদের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন।

৪৯ বছর বয়সী দিনিজের অধীনে চলতি বছরে ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে ছয়টি ম্যাচ খেলবে ব্রাজিল। এর মধ্যে প্রতিপক্ষ হিসেবে রয়েছে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও উরুগুয়ে। ঘরের মাঠে আগামী সেপ্টেম্বরে বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বাছাইপর্ব মিশন শুরু করবে সেলেসাওরা। পরের ম্যাচে ঘরের বাইরে তাদের প্রতিপক্ষ পেরু।

প্রায় ৬০ বছর পর কোনো বিদেশি কোচ ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। ১৯৬৫ সালে সর্বশেষ আর্জেন্টাইন ফিলপো নুনেজ মাত্র এক ম্যাচের জন্য বিদেশি কোচ হিসেবে সেলেসাওদের দায়িত্ব পেয়েছিলেন।

বর্ণাঢ্য কোচিং ক্যারিয়ারে ৬৪ বছর আনচেলত্তি এসি মিলান ও রিয়াল মাদ্রিদের হয়ে দুটি করে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছেন। এ ছাড়া চেলসির হয়ে ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখের হয়ে জার্মানি, পিএসজির হয়ে ফরাসি লিগের শিরোপা জয় করেছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৮
রাহাত ফতেহ আলীর কনসার্ট নিয়ে আরও এক সুখবর
মহান বিজয় দিবসে ছাত্রশিবিরের কর্মসূচি ঘোষণা
যুক্তরাষ্ট্র থেকে সুখবর দিলেন প্রভা