• ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
logo

বাংলাদেশ-ভারত সিরিজ

দিনের শুরুতেই ভারত শিবিরে মারুফার হানা

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১৯ জুলাই ২০২৩, ০৯:৫৪
ফাইল ছবি

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে বোলিংয়ে নেমে ভারতকে শুরুতেই চেপে ধরেছে টিম টাইগ্রেস। ইনিংসের পঞ্চম ওভারেই স্বাগতিক পেসার মারুফ আক্তার ফিরিয়েছেন সফরকারীদের ওপেনার প্রিয়া পুনিয়াকে।

মাত্র সাত রান করেই মাঠ ছাড়তে হয় ভারতীয় এই ওপেনারকে। ফলে ১৭ রানেই পতন ঘটলো ভারতের প্রথম উইকেটের।

এর আগে প্রথমবারের মতো সিরিজ জয়ের সম্ভাবনা নিয়ে দ্বিতীয় ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে ম্যাচটি।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ শিবিরে এসেছে এক পরিবর্তন স্বর্ণা আক্তারকে রাখা হয়নি একাদশে। তার পরিবর্তে নেওয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটার লতা মণ্ডলকে।

এদিকে দুই পরিবর্তন এসেছে ভারতের একাদশেও। বারেদি আনুষা ও পূজা ভাস্রাকারের বদলে একাদশে ঢুকেছেন হারলিন দেওল ও মেঘনা সিং।

বাংলাদেশ একাদশ : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আকতার, ঋতু মণি, লতা মন্ডল, মুর্শিদা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারজানা হক পিংকি, সুলতানা খাতুন, রাবেয়া ও শারমিন আক্তার সুপ্তা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ তানজিম যাচ্ছেন উইন্ডিজে
সাকিব-লিটন ছাড়াই আফগানিস্তান সিরিজের দল ঘোষণা
ওয়ানডে সিরিজে থাকছেন না বাটলার, নতুন অধিনায়ক পেল ইংল্যান্ড
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ