ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

মেয়ের অনুমতি মেলেনি, খেলবেন না মা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৬ জুলাই ২০২৩ , ০৭:১৭ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চীনের হাংজুতে বসবে এশিয়ান গেমসের ১৯তম আসর। গত দুই আসরের মতো এবারও টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হবে এবারের আসরের ক্রিকেট ইভেন্টটি।

বিজ্ঞাপন

সর্বশেষ ২০১০ ও ২০১৪ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ছেলেদের ইভেন্টে সোনা জিতেছিল। এ ছাড়া উভয়ই আসরের নারীদের ইভেন্টে সোনা ঘরে তুলেছিল পাকিস্তান। তাই এবারও নারীদের ইভেন্টে সোনা জেতার লক্ষ্য নিয়েই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তবে এই আসরের দলীয় ইভেন্টে খেলোয়াড়, কোচসহ কতজনকে নেওয়া যাবে, তা আগে থেকেই নির্ধারণ করে দেয় আয়োজকরা। যে কারণে অতিরিক্ত কাউকেই সেখানে নেওয়ার বিধি নেই। এমনকি শিশু সন্তানদেরও নেওয়া যায় না। আর এই কারণেই আসরটির নারী ক্রিকেট ইভেন্টে পাকিস্তান দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিসমাহ মারুফ। 

বিজ্ঞাপন

শিশু সন্তানকে রেখে অংশ না নেওয়ার বিষয়টিও পিসিবিকে জানিয়ে দিয়েছেন তিনি। বিষয়টিকে গুরুত্বপূর্ণ বিবেচনায় তার সিদ্ধান্ত মেনে নিয়েছে পিসিবিও।

পিসিবির নারী শাখার প্রধান তানিয়া মালিকের ভাষ্য, এশিয়ান গেমসে আমরা বিসমাহকে পাচ্ছি না; যা অত্যন্ত দুর্ভাগ্যের। মেয়েকে নিয়ে সে গেমসের ভিলেজে যেতে পারবে না। এ কারণেই এশিয়ান গেমসে যাবে না সে।

এর আগে, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন পাকিস্তানের ১৯ বছর বয়সী নারী ক্রিকেটার ফাতেমা নাসিম। ধর্মীয় কারণেই নাকি সরে দাঁড়িয়েছেন তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |