ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

কোহলিকে ছাড়িয়ে গেইলের পিছনে ছুটছেন বাবর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১২ আগস্ট ২০২৩ , ০৯:১২ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ধারাবাহিকতা ধরে রেখেছেন বিরাট কোহলি। ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ডানহাতি এই ব্যাটার। ইতোমধ্যে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৭৬টি সেঞ্চুরি করে স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরি স্পর্শ করার পথে রয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক।  

বিজ্ঞাপন

এদিকে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের এ সময়ের অন্যতম সেরা ক্রিকেটার হলেন বাবর আজম। কোহলির মতো তিনিও ব্যাট হাতে ধারাবাহিকতা ধরে রেখে রান করে যাচ্ছেন। পাকিস্তানের অধিনায়কের এই ধারাবাহিকতা দেখে অনেকেই কোহলির সঙ্গে তার তুলনা করা শুরু করে দিয়েছেন। তবে কোহলিকে ছুঁতে হলে যে বাবরকে আরও অনেক পথ অতিক্রম করতে হবে তা বলার অপেক্ষা রাখে না। 

কিন্তু ক্রিকেটের এমন কিছু রেকর্ড আছে, যেখানে কোহলিকে ছাড়িয়ে ইতিহাস গড়েছেন বাবর আজম। এই যেমন, টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে সেঞ্চুরি করার দিক থেকে অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নারকে ছাড়িয়ে গেছেন ডানহাতি এই ব্যাটার। এই তালিকায় বাবরের সামনে রয়েছেন শুধু ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ব্যাটার ক্রিস গেইল।  

বিজ্ঞাপন

স্বীকৃত টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ান দুই তারকা ওপেনার অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার যথাক্রমে ৩৭৬ ও ৩৫৫ ইনিংসে ব্যাট করে ৮টি করে সেঞ্চুরি করেছেন। ৩৫৭ ইনিংসে ম্যাচে ব্যাট করে সমান ৮টি সেঞ্চুরি করেছেন কোহলি। তবে মাত্র ২৫৫ ইনিংসে ব্যাট করে ইতোমধ্যে ১০টি সেঞ্চেুরি করেছেন। কোহলির চেয়ে ১০২ ইনিংস কম খেলে ২টি সেঞ্চুরি বেশি করেছেন বাবর। 

তবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ইউনিভার্স বস হিসেবে খ্যাত ক্যারিবিয়ান ওপেনার গেইল ৪৫৫ ইনিংসে ব্যাট করে রেকর্ড ২২টি সেঞ্চুরি করে শীর্ষে রয়েছেন। ১০টি সেঞ্চুরি করে গেইলের পরেই আছেন বাবর আজম। তাই গেইলকে ছুঁতে হলে আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে তাকে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |