অক্টোবরের শেষ দিকে ঘোষণা করা হতে পারে ফুটবলের জগতের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর। তারই ধারাবাহিকতায় পুরস্কারের দৌড়ে থাকা ৩০ সেরা ফুটবলারের তালিকা ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। ৩০ জনের সেই তালিকায় লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ডের জায়গা হলেও বাদ পড়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
এবারের পুরস্কারের তালিকা থেকে রোনালদোর বাদ পড়াটা রীতিমতো চোখে পড়ার মতো। কেননা ম্যানচেস্টার সিটির উদীয়মান তারকা আর্লিং হলান্ড, ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেসহ মোহাম্মদ সালাহ, বুকায়ো সাকা, জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইনা, হ্যারি কেন, মার্টিন ওডেগার্ডসহ আরও অনেকেরই জায়গা হয়েছে সংক্ষিপ্ত এই তালিকায়। কিন্তু বাদ পড়েছেন সিআর সেভেন।
গত ২০ বছরের ভেতর এবারই প্রথম বাদ পড়লেন পর্তুগিজ এই তারকা। সবশেষ ২০০৩ সালে ব্যলন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না তিনি। যদিও প্রথমবারের মতো তার সংক্ষিপ্ত এই তালিকায় জায়গা হয়েছিল ২০০৪ সালে। এরপর থেকে ১৯ বার ছিলেন ফুটবলের সর্বোচ্চ সম্মানের এই পুরস্কার বিজয়ীদের দৌড়ে।
রোনালদো ছাড়াও সংক্ষিপ্ত সেই তালিকায় জায়গা হয়নি ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের।
এবারের তালিকায় জায়গা করে নেওয়া ফুটবলারদের ভেতর আর্জেন্টিনা ও ম্যানসিটির খেলোয়াড়দের প্রাধান্যই বেশি। ম্যানসিটিতে খেলা সাত ফুটবলারের পাশাপাশি বিশ্বকাপজয়ী দল থেকে তালিকায় জায়গা হয়েছে চারজনের। এরা হলেন- লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, লাউতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেজ।
ধারণা করা হচ্ছে এবারের ব্যলন ডি’অর উঠতে যাচ্ছে লিওনেল মেসির হাতে। যদিও তাকে বেশ ভালোভাবেই চ্যালেঞ্জে রেখেছেন আর্লিং হল্যান্ড। ম্যানসিটির এই তারকাও আসন্ন ব্যলন ডি’অরের অন্যতম দাবিদার।
ব্যলন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া ৩০ ফুটবলার : করিম বেনজেমা, জোসকো গ্যাভারদিওল, জামাল মুসিয়ালা, আন্দ্রে ওনানা, মোহাম্মদ সালাহ, বুকায়ো সাকা, কেভিন ডি ব্রুইন, জুড বেলিংহাম, কোলো মুয়ানি, বার্নার্ডো সিলভা, খভিচা কভারতসখেলিয়া, নিকোলো বারেলা, এমিলিয়ানো মার্টিনেজ, রুবেন ডায়াস, আর্লিং হলান্ড, মার্টিন ওডেগার্ড, ইল্কে গুন্ডোগান, ইয়াসিন বুনু, জুলিয়ান আলভারেজ, ভিনিসিয়াস জুনিয়র, লিওনেল মেসি, রুদ্রি, লাউতারো মার্টিনেজ, অ্যান্তোনিও গ্রিজম্যান, রবার্ট লেওয়ানভোডস্কি, কিম মিন-জায়ে, লুকা মডরিচ, কিলিয়ান এমবাপ্পে, ভিক্টর ওসিমহেম ও হ্যারি কেইন।