এশিয়া কাপ চলাকালে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচ শেষে হঠাৎ করে দেশে ফিরে এসেছিলেন সাকিব আল হাসান। তবে দুই দিন পর গতকাল আবারও শ্রীলঙ্কায় জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের তিন ফরম্যাটের এই অধিনায়ক।
জানা গেছে, ছুটি নিয়ে দেশে ফিরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংসদ ভবনে দেখা করেছেন সাকিব। গুঞ্জন রয়েছে, আসন্ন ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নেবেন তারকা এই ক্রিকেটার।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সুপার ফোরে মাঠে নামবে বাংলাদেশ। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হারের কারণে ফাইনালে খেলার স্বপ্ন আগেই ভেস্তে গেছে।
আজ (১৪ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সাকিব। সেখানেই ওয়ানডের বিশ্বসেরা এই অলরাউন্ডারকে নির্বাচনে প্রার্থিতা প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়।
সে প্রশ্নের জবাবে নিজের বুদ্ধিদীপ্ত কৌশলের পথ অবলম্বন করেন সাকিব। এক লাইনের উত্তরে টাইগার পোস্টারবয় বলেন, ‘আমি এখানে শুধু ভারত ম্যাচ নিয়ে কথা বলছি।’
সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে দলের ব্যাটিং ইউনিট নিয়ে বেশ দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট।
টাইগারদের পারফরম্যান্স প্রসঙ্গে সাকিব বলেন, ‘সবসময় ভালো করবে এটাও না, খারাপ করবে সেটাও না। যারা ভালো করেছে অবশ্য তাদের জন্য ভালো। যারা ভালো করতে পারেনি তাদের জন্য পরবর্তীতে আবার সুযোগ আসবে, তখন তারা যেন সেটা আবার করতে পারে।’
‘যারা জাতীয় দলে খেলে, ক্যাপাবল বলেই খেলে। এখানে অভিজ্ঞতা, অভিজ্ঞতা নেই, নতুন পুরাতন এগুলো নিয়ে আসলে চিন্তা করে না। দল হিসেবে খেলতে পারলে আমাদের জন্যই ভালো।’-আরও যোগ করেন সাকিব।