আর মাত্র একদিন বাকি আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। এরপরই শুরু হবে ২২ গজে শ্রেষ্ঠত্বের লড়াই। ব্যাট-বলের লড়াইয়ে নামার আগে ভারতের বিভিন্ন শহরে ছুটতে হবে অংশগ্রহণকারী দলগুলোকে। ভারতের ১০টি শহরে গড়াবে এবারের বিশ্বকাপ। তাই পর্যটনের জন্য বিখ্যাত দেশটি ঘুরে দেখারও সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা।
ভ্রমণের সঙ্গে খাবারের নিবিড় একটা সম্পর্কও আছে। আর ভারতের মসলাদার খাবারের খ্যাতি দুনিয়াজোড়া। বিশ্বকাপের মূল আসর শুরুর আগে লাল-সবুজের প্রতিনিধিদের কাছে আইসিসিও জানতে চেয়েছিল, ভারতে কোন খাবারটির স্বাদ নিতে চান তারা। সেখানে নির্দিষ্ট একটি খাবারের নামই বলতে হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি রিলস প্রকাশ করেছে আইসিসি। সেখানে খাবার নিয়ে কথা বলেছেন ওয়ানডে দলপতি সাকিব আল হাসান, অলরাউন্ডার মাহমুদউল্লাহ ও পেসার তাসকিন আহমেদ।
ভারতে মাটন রোগান জোসের স্বাদ নিতে চান সাকিব। অন্যদিকে মাহমুদউল্লাহর পছন্দ বাটার চিকেন। এ ছাড়া অনেক অনেক মজাদার খাবার খেতে চান তাসকিন। মূলত বিভিন্ন রকমের বিরিয়ানির স্বাদ নিতে চান এই পেসার।
এদিকে সোমবার (২ অক্টোবর) বাংলাদেশের মিডিয়া ডে নিয়ে এক মিনিট ৪৮ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে আইসিসি। সেখানে ক্রিকেটারদের মাঝে হালকা রসিকতার ছাপও দেখা গেছে।
আইসিসি প্রকাশিত ভিডিওটির শুরুতেই মেহেদী হাসান মিরাজের কাছে যান উপস্থাপক নাসুম আহমেদ। সেখানে ভারতে খেলা নিয়ে মিরাজের কাছে চানতে চাওয়া হয়। জবাবে মিরাজের ভাষ্য, আমি ভালো বোধ করছি। এখানে অনেকবার এসেছি। ভারতে অনেক ম্যাচ খেলেছি। আমি খুশি এখানে এসে।
এ সময় মিরাজকে ‘বিভ্রান্ত’ করার চেষ্টা করছিলেন নাজমুল হোসেন শান্ত। ঘটনাক্রমে শান্তকে মাইক্রোফোনের সামনেও নিয়ে আসার চেষ্টা করেন মিরাজ। তবে তা সম্ভব হয়নি।
অন্যদিকে চা পান করছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। উপস্থাপক নাসুম তখন তার (রিয়াদ) দিকেই ছুটে যান। কথোপকথনের একপর্যায়ে রিয়াদ স্বীকৃতি দেন নাসুমের চা ‘যেকারো চেয়ে ভালো’।
অন্যদিকে আগামী ৫ অক্টোবর আহমেদাবাদে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। আর রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে বিশ্বকাপের বাকি ৯ দলের বিপক্ষে ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ। বৈশ্বিক এই আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। ৭ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ১১টায় ধর্মশালায় আফগানদের বিপক্ষে মাঠে নামবে সাকিব-লিটনরা। এরপর একে একে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।