ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

যে কারণে বাতিল হলো বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩ , ০৭:১৩ পিএম


loading/img
উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। ছবি- আইসিসি

অনেক ঢাকঢোল পিটিয়ে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তা আয়োজন করতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এমনকি সেটি বাতিল করার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণাও আসেনি তাদের পক্ষ থেকে। রীতিমতো মুখে কুলুপ এঁটে রেখেছেন বোর্ডের কর্তারা। 

বিজ্ঞাপন

বিশ্বকাপের শুরু থেকে সমালোচনায় বিদ্ধ ভারতীয় ক্রিকেট বোর্ডকে এ কারণে আরও একবার দাঁড়াতে হয়েছে ভক্তদের সমালোচনার কাঠগড়ায়। 

উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন না করলেও রীতি অনুযায়ী ক্যাপ্টেন্স মিট ঠিকই আয়োজন করেছে বিসিসিআই। 

বিজ্ঞাপন

কেন হুট করেই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন থেকে সরে এলো ভারতীয় ক্রিকেট বোর্ড? উত্তরটা বোর্ডের পক্ষ থেকে না এলেও সেই কারণটি জানিয়েছেন স্থানীয় কিছু সংবাদমাধ্যম। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি আগামী ১৪ অক্টোবর ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে জমকালো অনুষ্ঠানের আয়োজন করার কথা ভাবনাচিন্তা করছে বিসিসিআই। একই সঙ্গে টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে বোর্ডের। 

আর দুই সময় দর্শকদের প্রচুর আগ্রহ থাকবে বিধায় উদ্বোধনী অনুষ্ঠান বাদ দেওয়ার পরিকল্পনা করেছে বিসিসিআই। 

বিজ্ঞাপন

আবার বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, খালিস্তান আন্দোলনের এক নেতা বিশ্বকাপে নাশকতার হুমকি দিয়েছিলেন। সেই হুমকির প্রেক্ষিতেই উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |